বিপুল definitions

Bangla-Tangla Dictionary
বিপুল
1. Bipul [name]
2. huge
Samsad Bengali-English Dictionary
বিপুল [ bipula ] a huge (বিপুলাকায়); extensive, vast (বিপুল সমুদ্র); great in number or amount or degree (বিপুল সংখ্যা বা রাশি বা সম্পত্তি); very deep or great; extremely severe; magnanimous (বিপুল হৃদয়). fem. বিপুলা । বিপুলতা n. hugeness; extensiveness; vastness; greatness in number or amount or degree; great depth; extreme severity; magnanimity.
Samsad Bangla Abhidhan
বিপুল [ bipula ] বিণ. 1 বিশাল (বিপুল সমারোহ); 2 প্রচুর (বিপুল ঐশ্বর্য, বিপুল সংবর্ধনা); 3 অতি বৃহৎ, বিরাট (বিপুলকায়); 4 প্রশস্ত (বিপুল সমুদ্র); 5 স্থূল (বিপুল স্কন্ধ); 6 মহান (বিপুল অন্তর, বিপুল হৃদয়)। [সং. বি + √ পুল্ + অ]। স্ত্রী. বিপুলাবিপুলায়তন বিণ. বিরাট আকারের, অতি বিরাট (বিপুলায়তন ভূখণ্ড)।

Processing time: 0.41 s