বিনোদন definitions

Bangla-Tangla Dictionary
বিনোদন – entertainment
Samsad Bengali-English Dictionary
বিনোদ [ binōda ] n act of making pleasant; plea sure; pleasant sport or diversion. ☐ a. pleasant; beautiful; good-looking. বিনোদন n. making pleasant; act of giving pleasure, entertainment or gratification (চিত্তবিনোদন); removal, relaxation (শ্রমবিনেদন). বিনোদনমূলক a. entertaining, relating to entertainment. বিনোদিত a. made pleasant; entertained or gratified. বিনোদিয়া a. (obs. & poet.) pleasant, charming, beautiful. বিনোদী a. making pleasant; pleasurable, pleasant; entertaining or gratifying. বিনোদিনী a. fem. of বিনোদী beautiful, pleasant; ☐ n. Shriradhika.
Samsad Bangla Abhidhan
বিনোদ [ binōda ] বি. 1 সন্তোষ বা সন্তোষসাধন, আনন্দ বা আনন্দিতকরণ; 2 আমোদ, আমোদ-প্রমোদ, বিহার। ☐ বিণ. মনোরম (বিনোদ বেণি); প্রিয়; সুন্দর (বিনোদ নাগর)। [সং. বি + √ নুদ্ + অ]। ~ বি. 1 সানন্দে যাপন (অবসর-বিনোদন); 2 মোচন, অপনোদন, দূরীকরণ (ক্লান্তি-বিনোদন)। বিনোদিত বিণ. আমোদিত বা তুষ্ট বা দূরীকৃত হয়েছে এমন। বিনোদিয়া বিণ. (প্রা. কা.) আনন্দদায়ক, রমণীয় ('বিনোদিয়া বেণীর শোভায়': ভা. চ.)। বিনোদী (-দিন্) বিণ. 1 বিনোদনকারী; 2 আনন্দদায়ক। বিনোদিনী বিণ. বিনোদী-র স্ত্রীলিঙ্গে; 1 সুন্দরী; 2 আনন্দদায়িনী। ☐ বি. শ্রীরাধিকা।

Processing time: 0.41 s