বিদ্যালয় definitions

Bangla-Tangla Dictionary
বিদ্যালয় – school
Samsad Bengali-English Dictionary
বিদ্যা [ bidyā ] n learning; erudition; scholarship; skill; a subject of study (সর্ববিদ্যা বিশারদ); a science (পদার্থবিদ্যা) ; an art (জাদুবিদ্যা, চুরিবিদ্যা); philosophy. বিদ্যার জাহাজ a prodigy of learning; (cp.) a walking encyclopaedia. বিদ্যার বহর (facet.) range of knowledge, extent of learning. ~গম n. acquirement of learning. ~চর্চা n. culture or cultivation of learning; practice of learning; acquisition of knowledge. ~দাতা n. a teacher; a preceptor (fem. a preceptress), a guru. fem. ~দাত্রী । ~দান n. imparting of knowledge or learning. বিদ্যাদান করা v. to teach; to impart learning gratuitously. ~দেবী n. Saraswati (সরস্বতী) the goddess of learning. ~ধন n. knowledge conceived as wealth. ~ধর n. one of an order of demi-gods famous for their personal beauty and skill in mu sic. fem. ~ধরী । ~নিধি n. an ocean of learning: a title conferred on a scholar. বিদ্যানুরাগ n. love of learning, attachment to learning. বিদ্যানুরাগী a. fond of or attached to learning. fem. বিদ্যানুরাগিণী । বিদ্যানুশীলন same as ~চর্চা । বিদ্যানুশীলন করা v. to cultivate learning or a science; to study. ~পীঠ n. a centre of learning; an academy; a school. ~বতী fem. of বিদ্যাবান ।~বত্তা n. possession of learning, scholarship. ~বল n. power or force of learning. ~বান a. learned. ~বিনোদ n. delight of Goddess Saraswati (সরস্বতী): a title conferred on a scholar. ~বিশারদ a. vastly learned. ☐ n. a title conferred on a scholar. ~ব্যবসায়ী a. & n. one who teaches professionally. ~ভূষণ n. an ornament of learning: a title conferred on a scholar. বিদ্যাভ্যাস same as বিদ্যাচর্চা । বিদ্যাভ্যাস করা v. to learn an art or science; to study; to learn one's lessons. ~মন্দির, বিদ্যায়তন n. a temple of learning; a school. ~রত্ন n. a jewel of learning; a title conferred on a scholar. বিদ্যারম্ভ n. initiation into one's studies (esp. with religious so lemnities). বিদ্যারম্ভ করা v. to commence one's studies (esp. with religious so lemnities). বিদ্যার্জন same as বিদ্যালাভ । বিদ্যার্থী a. desirous of acquiring learning; (loos.) engaged in studies. ☐ n. one who is desirous of acquiring learning; (loos.) a student, a scholar, a pupil, fem. বিদ্যার্থিনী । ~লব্ধ a. gained or earned by learning. ~লয় n. a school; an academy; (rare) a college; an institution; an institute; a seminary. বিদ্যালয়ের ছুটির দিন a school holiday. বিদ্যালয়ের ছুটির সময় closing time of a school; school vacation. বিদ্যালয়ের সময় school time; school hours. ~লাভ n. acquisition of learning; act of receiving education. বিদ্যালাভ করা v. to acquire learning; to receive education, to have one's education. ~শিক্ষা n. learning; act of receiving education. বিদ্যাশিক্ষা করা v. to learn; to receive education. ~শূন্য a. unlearned, uneducated; ignorant. ~সাগর same as বিদ্যানিধি ।~হীন same as বিদ্যাশূন্য । fem. বিদ্যাহীনা ।
Samsad Bangla Abhidhan
বিদ্যা [ bidyā ] বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ~কেন্দ্র, ~য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ~চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ~দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.~দাত্রী। ~দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ~দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ~দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ~দেবী বি. সরস্বতী দেবী। ~ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ~ধরী। ~নিকেতন বি. বিদ্যালয়। ~নিধি, ~র্ণব, ~সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ~নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ। ~নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ~নু-রাগিণী। ~পীঠ, ~মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ~বত্তা বি. পাণ্ডিত্য। ~বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ~বতী। ~বিনোদ, ~বিশারদ, ~ভূষণ, ~রত্ন, ~লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ~বিহীন, ~হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ~বিহীনা, ~হীনা। ~ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ~ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ~য়তন বি. বিদ্যালয়া। ~রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ~র্জন বি. বিদ্যাশিক্ষা। ~র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। ☐ বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ~র্থিনী~লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ~লাপ বি. শাস্ত্র আলোচনা। ~শ্রম বি. বিদ্যালয়। ~হীন বিণ. অশিক্ষিত, মূর্খ।

Processing time: 1.31 s