বিদ্বেষের definitions

Bangla-Tangla Dictionary
genitive of বিদ্বেষ: বিদ্বেষ – hate, animosity, spite
Samsad Bengali-English Dictionary
genitive of বিদ্বেষ: বিদ্বেষ [ bidbēṣa ] n malice, malignity; envy; grudge; animosity, animus. বিদ্বেষ করা v. to bear malice (against), to malign; to envy; to grudge; to treat with animosity. ~পরায়ণ same as বিদ্বেষী । ~প্রসূত a. caused or generated by malice or malevolence. ~বুদ্ধি n. malicious or envious or spiteful disposition. ~বুদ্ধি প্রণোদিত, ~বুদ্ধিপ্রসূত a. actuated by malicious or envious or spiteful inclination or disposition. ~ভাজন n. an object of malice or envy or animosity. ~মূলক a. malicious; malevolent; actuated by malice or malignity; spiteful. বিদ্বেষানল n. extreme malice, great malice. বিদ্বেষী, বিদ্বেষ্টা a. malicious, malignant; envious; grudging; full of animosity.
Samsad Bangla Abhidhan
genitive of বিদ্বেষ: বিদ্বেষ [ bidbēṣa ] বি. 1 ঈর্ষা, হিংসা; 2 শত্রুতা। [সং. বি + √ দ্বিষ্ + অ]। ~ বি. হিংসা করা; শত্রুতাসাধন। ~পরায়ণ বিণ. ঈর্ষান্বিত, অন্যের প্রতি ঈর্ষা বা হিংসা পোষণ করে এমন, দ্বেষশীল। ~প্রসূত বিণ. হিংসা থেকে সৃষ্ট; হিংসার জন্য কৃত। ~বুদ্ধি বি. ঈর্ষা বা শত্রুতার মনোভাব (বিদ্বেষবুদ্ধি ত্যাগ করে দেশের কাজে নামা)। ~মূলক বিণ. বিদ্বেষসম্বন্ধীয়; ঈর্ষামূলক; শত্রুতামূলক। বিদ্বেষানল বি. প্রবল বিদ্বেষ; বিদ্বেষবুদ্ধিজনিত আগুন অর্থাৎ তীব্র যন্ত্রণা। বিদ্বেষী (-ষিন্), বিদেষ্টা (-ষ্টৃ) বিণ. বি. বিদ্বেষকারী; শত্রু।

Processing time: 0.47 s