বিজয় definitions

Bangla-Tangla Dictionary
বিজয় – Vijay [name]
Samsad Bengali-English Dictionary
বিজয় [ bijaẏa ] n victory, triumph; conquest (ভারতবিজয়); subdual or vanquishment (দানববিজয়); success (কর্মে বিজয়লাভ); (obs.) act of going. ~অভিযান n. a march for victory, a march for con quests; a victory march. ~কেতন n. the banner of victory. ~গর্ব n. pride of victory. ~দৃপ্ত a. proud of victory, flushed with victory; triumphant. ~লক্ষী n. the goddess of victory (cp. Minerva). বিজয়লাভ করা v. to be victorious or successful. ~স্তম্ভ n. monument commemorating a victory, a victory pillar or column. বিজয়া n. Goddess Durga (দুর্গা); a female companion of Durga; the day on which the image of Durga is immersed (usu. বিজয়াদশমী). বিজয়া সংগীত n. any one of the songs about Durga's going to her husband's house leaving her paternal home. বিজয়ী a. victorious, triumphant; conquering; vanquishing. ☐ n. a victor; a conqueror; a vanquisher. fem. বিজয়িনী । বিজয়োৎসব n. celebration of victory; exultation for victory or success, triumph. বিজয়োৎসব করা v. to celebrate a victory. বিজয়োন্মত্ত a. beside oneself with joy for victory or success, madly rejoicing on account of victory or success. বিজয়োল্লসিত a. triumphant, exult ant. বিজয়োল্লাস n. exultation for victory or success, triumph.
Samsad Bangla Abhidhan
বিজয় [ bijaẏa ] বি. 1 জয়, জিত, প্রতিপক্ষকে পরাজিত বা দমিত করা; 2 সাফল্য; 3 (প্রা. বাং.) গমন, প্রস্থান ('গঙ্গাতীরে দেবী করিলা বিজয়': চৈ. ভা.)। [সং. বি + জয়]। ~কেতন বি. জয়পতাকা। ~গর্ব বি. জয়লাভের জন্য গর্ব। ~দৃপ্ত বিণ. জয়লাভের ফলে গর্বিত। ~লক্ষ্মী বি. জয়ের অধিষ্ঠাত্রী দেবী। ~স্তম্ভ বি. বিজয় বা জয়লাভের স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ বা মিনার। বিজয়ী (-য়িন্), বিজেতা (-তৃ) বিণ. জয়লাভকারী। স্ত্রী. বিজয়িনী, বিজেত্রীবিজয়োৎ-সব বি. 1 জয়লাভ উপলক্ষ্যে উৎসব [বিজয় + উৎসব]; 2 বিজয়াদশমীর উৎসব [বিজয়া + উৎসব]। বিজয়োন্মত্ত বিণ. জয়ের আনন্দে পাগলপ্রায়। বিজিত বিণ. 1 পরাজিত (বিজিত শত্রু); 2 জয় করে নেওয়া হয়েছে এমন (বিজিত রাজ্য, বিজিত দেশ)। স্ত্রী. বিজিতাবিজেয় বিণ. জয় করা যায় বা উচিত এমন, জয়সাধ্য বা জয়যোগ্য। বিজয়িনী, বিজয়ী, বিজয়োৎসব [ bijaẏinī, bijaẏī, bijaẏōtsaba ] দ্র বিজয় বিজিত [ bijita ] দ্র বিজয় বিজেতা, বিজেত্রী, বিজেয় [ bijētā, bijētrī, bijēẏa ] দ্র বিজয়

Processing time: 0.53 s