বাড়ি definitions

Bangla-Tangla Dictionary
বাড়ি
1. blow (eg, from a blunt weapon)
2. house, home, building

1st person present simple tense of বাড়া:
বাড়া – to increase

1st person present imperative tense of বাড়া:
বাড়া – to increase

Samsad Bengali-English Dictionary
বাড়ি1 [ bāṛi1 ] n a stroke, a hit (লাঠির বাড়ি); a staff, a stick, a cudgel (পাচন বাড়ি) বাড়ি দেওয়া, বাড়ি মারা v. to deal (one) a blow, to strike, to hit. বাড়ি2 [ bāṛi2 ] n a house; a building; a dwelling-house, an abode; a residence; a home. ~ওয়ালা n. the owner of a house (esp. of tenanted one), (cp.) a landlord (fem. a landlady). fem. বাড়িওয়ালি , (coll.) বাড়িউলি । ~ঘর n. homestead; houses and buildings; habitations. ~ভাড়া n. house-rent; rent of a dwelling house. ~মুখো a. & adv. homeward; home bound. যমের বাড়ি (fig.) death's door. 1st person present simple tense of বাড়া: বাড়া1 [ bāṛā1 ] v to proceed, to go. আগে বাড়া v. to go forward or ahead, to advance. 1st person present simple tense of বাড়া: বাড়া2 [ bāṛā2 ] v to grow up, to develop (গাছ বাড়া); to increase (লোক বাড়া); to augment (বিপদ বাড়া); to be expanded (রাজ্য বাড়া); to aggravate (রোগ বাড়া); to flourish, to thrive (ধনসম্পদ বাড়া); to mend or sharpen (পেনসিল বাড়া); to grow audacious (বদমাশটা বড় বেড়েছে); to serve on a dinner-plate (ভাত বাড়া). ☐ a. mended; served on a dinner-plate; more or greater than ('সে মাটি মায়ের বাড়া'). বাড়ানো v. to develop; to increase; to multiply (বংশ বাড়ানো); to augment; to expand; to aggravate; to cause to mend or sharpen; to stretch; to extend, to crane (হাত বাড়ানো, গলা বাড়ানো); to cause to serve on a dinner-plate; to exalt or extol unduly or give undue importance to (অযোগ্য লোককে বাড়ানো); to exaggerate (বাড়িয়ে লেখা); to over-indulge (ছেলেটাকে সে বাড়িয়েছে); to enhance falsely (বয়স বাড়ানো). ~বাড়ি n. excess; immoderation; intemperance; overmuchness; aggravation (রোগের বাড়াবাড়ি). বাড়াবাড়ি করা v. to go beyond the limit. বাড়াবাড়ি হওয়া v. to be aggravated; to be in excess. বাড়া ভাতে ছাই দেওয়া v. (fig.) to frustrate or foil somebody's hopes or plans almost at the point of success. 1st person present imperative tense of বাড়া: বাড়া1 [ bāṛā1 ] v to proceed, to go. আগে বাড়া v. to go forward or ahead, to advance. 1st person present imperative tense of বাড়া: বাড়া2 [ bāṛā2 ] v to grow up, to develop (গাছ বাড়া); to increase (লোক বাড়া); to augment (বিপদ বাড়া); to be expanded (রাজ্য বাড়া); to aggravate (রোগ বাড়া); to flourish, to thrive (ধনসম্পদ বাড়া); to mend or sharpen (পেনসিল বাড়া); to grow audacious (বদমাশটা বড় বেড়েছে); to serve on a dinner-plate (ভাত বাড়া). ☐ a. mended; served on a dinner-plate; more or greater than ('সে মাটি মায়ের বাড়া'). বাড়ানো v. to develop; to increase; to multiply (বংশ বাড়ানো); to augment; to expand; to aggravate; to cause to mend or sharpen; to stretch; to extend, to crane (হাত বাড়ানো, গলা বাড়ানো); to cause to serve on a dinner-plate; to exalt or extol unduly or give undue importance to (অযোগ্য লোককে বাড়ানো); to exaggerate (বাড়িয়ে লেখা); to over-indulge (ছেলেটাকে সে বাড়িয়েছে); to enhance falsely (বয়স বাড়ানো). ~বাড়ি n. excess; immoderation; intemperance; overmuchness; aggravation (রোগের বাড়াবাড়ি). বাড়াবাড়ি করা v. to go beyond the limit. বাড়াবাড়ি হওয়া v. to be aggravated; to be in excess. বাড়া ভাতে ছাই দেওয়া v. (fig.) to frustrate or foil somebody's hopes or plans almost at the point of success.
Samsad Bangla Abhidhan
বাড়ি1 [ bāṛi1 ] বি. আঘাত (লাঠির বাড়ি, জুতোর বাড়ি); 2 লাঠি, দণ্ড (পাচনবাড়ি)। [দেশি]। বাড়ি2 [ bāṛi2 ] বি. বাসস্থান; গৃহ। [সং. বাটী]। ~ওয়ালা বি. (প্রধানত ভাড়াটে বা়ড়ির) মালিক। স্ত্রী. ~ওয়ালি, ~উলি। ~ঘর, ঘরবাড়ি বি. বাসগৃহ ও তৎসংলগ্ন সমস্ত অংশ। ~মুখো বিণ. বাড়ির দিকে যেতে উদ্যত; বাড়ি ফিরতে উদ্যত বা প্রস্তুত। 1st person present simple tense of বাড়া: বাড়া [ bāṛā ] ক্রি. বি. 1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে); 2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া); 3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)। ☐ বিণ. 1 বেড়েছে এমন (বাড়া বেতন); 2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত); 3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা); 4 অধিক ('সে মাটি মায়ের বাড়া': রবীন্দ্র)। [সং. √ বৃধ্ > প্রাকৃ. বড্ঢি > হি. বাঢ় + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্থা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না); 6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা); 7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ); 8 প্রকৃত অবস্থা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)। ~বাড়ি বি. 1 আতিশয্য, আধিক্য (রোগের বাড়াবাড়ি); 2 কোনো কাজে বা আচরণে সীমালঙ্ঘন (বাড়াবাড়ি করা)। বাড়া ভাতে ছাই বি. বাধা, বাগড়া। 1st person present imperative tense of বাড়া: বাড়া [ bāṛā ] ক্রি. বি. 1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে); 2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া); 3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)। ☐ বিণ. 1 বেড়েছে এমন (বাড়া বেতন); 2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত); 3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা); 4 অধিক ('সে মাটি মায়ের বাড়া': রবীন্দ্র)। [সং. √ বৃধ্ > প্রাকৃ. বড্ঢি > হি. বাঢ় + বাং. আ]। ~নো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্থা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না); 6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা); 7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ); 8 প্রকৃত অবস্থা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)। ~বাড়ি বি. 1 আতিশয্য, আধিক্য (রোগের বাড়াবাড়ি); 2 কোনো কাজে বা আচরণে সীমালঙ্ঘন (বাড়াবাড়ি করা)। বাড়া ভাতে ছাই বি. বাধা, বাগড়া।

Processing time: 0.55 s