বাহির definitions

Bangla-Tangla Dictionary
বাহির[noun] outside

genitive of shadhu 1st person present simple tense of বাওয়া:
বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)

genitive of shadhu 1st person present imperative tense of বাওয়া:
বাওয়া – to row, to climb along something like a pipe or ladder, to run along a surface (eg, tears, sweat, rain drops)

Samsad Bengali-English Dictionary
বের [ bēra ] a coll. corrup. of বাহির (a.). genitive of shadhu 1st person present simple tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা). genitive of shadhu 1st person present simple tense of বাওয়া: বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2 genitive of shadhu 1st person present imperative tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা). genitive of shadhu 1st person present imperative tense of বাওয়া: বাহা2 [ bāhā2 ] v the High Bengali form of বাওয়া2
Samsad Bangla Abhidhan
বার1 [ bāra1 ] বি. বাহির এর চলিত রূপ (দুনিয়ার বার, ঘরবার করা, বার হয়ে যাওয়া)। [বাং. বাহির]। বাহির [ bāhira ] বি. 1 ঘরের বাইরের জীবন ও জগৎ (বাহিরের আলো, বাহিরের জীবন); 2 বাইরের দিক, বহির্দেশ (বাড়ির বাহিরটাই দেখেছি)। ☐ বিণ. 1 বহির্গত, নিষ্ক্রান্ত (ঘর থেকে বাহির হওয়া); 2 উদ্গত (চারা বাহির হওয়া, অঙ্কুর বাহির হওয়া); 3 নিষ্কাশিত (খাপ থেকে তলোয়ার বাহির হল, নর্দমা দিয়ে জল বাহির হওয়া); 4 নিঃসৃত, ক্ষরিত (ক্ষতস্থান থেকে রক্ত বাহির হওয়া); 5 প্রকাশিত (বইটি শীঘ্রই বাহির হবে); 6 বিজ্ঞাপিত (পরীক্ষার ফল বাহির হওয়া); 7 প্রদর্শিত, আবিষ্কৃত (খুঁত বাহির করা); 8 বহিষ্কৃত (ঘর হইতে বাহির করিয়া দেওয়া হইল); 9 আয়ত্তের বহির্ভূত, অতীত (শাসনের বাহির); 1 বহির্দেশস্থ (বাহির বাড়ি, বাহির মহল)। [সং. বহিস্-তু. সাঁও. বাহির]। বাহিরে বি. (সাধু.) 1 (অধি-7মী) বহির্ভাগে (বাহিরে গিয়াছে); 2 অন্য স্থানে (ঘরে-বাহিরে)। ☐ অব্য. অতিরিক্ত (ইহার বাহিরে কিছুই জানি না)। genitive of shadhu 1st person present simple tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। genitive of shadhu 1st person present simple tense of বাওয়া: বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]। genitive of shadhu 1st person present imperative tense of বাওয়া: বাওয়া1 [ bāōẏā1 ] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। genitive of shadhu 1st person present imperative tense of বাওয়া: বাহা2, বাওয়া [ bāhā2, bāōẏā ] ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]।

Processing time: 0.42 s