বাসি definitions

Bangla-Tangla Dictionary
বাসি – stale
Samsad Bengali-English Dictionary
বাসি [ bāsi ] a washed; placed for washing; not washed or cleansed since morning (বাসি মুখ, বাসি ঘর); stale, not fresh (বাসি দুধ, বাসি খবর); used or made or collected etc. overnight (বাসি কাপড় বা ভাত বা মাল বা জল). বাসি করা v. to wash (কাপড় বাসি করা). বাসি বিয়ে solemnities to be per formed on the morning following the wedding night. বাসি মড়া the body of a person dead overnight.
Samsad Bangla Abhidhan
বাসি [ bāsi ] বিণ. 1 পর্যুষিত, টাটকা নয় এমন (বাসি ফুল, বাসি খাবার); 2 পূর্বদিনে বা পূর্বরাত্রে ব্যবহৃত (বাসি কাপড়); 3 অভুক্ত (বাসি মুখ); 4 মুখ ধোয়া হয়নি এমন (বাসি মুখ ধোয়া); 5 অতি পুরোনো, নতুনত্বহীন (বাসি খবর)। [সং. বাসিত]। বাসি কাপড় পূর্বরাত্রে, বিশেষত শয়নকালে, ব্যবহৃত কাপড়। বাসি ঘর এখনও ঝাঁট দেওয়া বা পরিষ্কার করা হয়নি এমন ঘর। বাসি জল পূর্বদিন থেকে জমিয়ে রাখা জল, আগের দিনের জল। বাসি দুধ আগের দিনের দুধ। বাসি ফুল আগের দিন তোলা ফুল। বাসি বিয়ে (হিন্দুদের) বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠান। বাসি ভাত আগের দিন রাঁধা ভাত; পানতা ভাত। বাসি মড়া যে মড়া গতরাত্রের মধ্যে পোড়ানো হয়নি। বাসি মুখ 1 সকালে ঘুমের পর যে-মুখ ধোয়া হয়নি; 2 অভুক্ত অবস্থা।

Processing time: 0.4 s