Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
বালিশ definitions
Bangla-Tangla Dictionary
বালিশ – pillow (পাশ ~ = bolster)
Samsad Bengali-English Dictionary
বালিশ [ bāliśa ] n a pillow or a bolster.
Samsad Bangla Abhidhan
কোল2 [ kōla2 ] বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্থান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ~কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ~জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্থায়ী স্বত্ব। ~পোঁছা, ~মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ~জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ~বালিশবালিশ দ্র।পাশ4 [ pāśa4 ] বি. 1 পার্শ্ব (পাশে বসা); 2 সামীপ্য, নৈকট্য (তুমি পাশে থাকলে আমার ভয় করবে না); 3 ধার, প্রান্ত (অত পাশে যেয়ো না)। [সং. পার্শ্ব]। পাশ কাটানো ক্রি. বি. 1 এক পাশ দিয়ে ঘেঁষে চলে যাওয়া বা অতিক্রম করে যাওয়া; 2 সরে দাঁড়ানো; 3 এড়িয়ে যাওয়া। ~বালিশ দ্র বালিশ। পাশ দেওয়া ক্রি. বি. 1 পথ দেওয়া, পথ ছেড়ে দেওয়া; 2 তাসখেলায় দান ছেড়ে দেওয়া।বালিশ [ bāliśa ] বি. (প্রধানত তুলোর তৈরি) শয়নকালে মাথা রাখবার নরম আধারবিশেষ, উপাধান। ☐ বিণ. (আল.) (বিরল) 1 নির্বোধ, মূর্খ; 2 কচি। [ফা. বালিশ্; সং. বালিন্ + √ শী + অ]। কোল-বালিশ, পাশ-বালিশ বি. দুই হাতে বুকের কাছে বা কোলের মধ্যে জ়ড়িয়ে ধরবার বালিশবিশেষ।