Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
বার –
1. out, outside (+ করা = to take out, to bring out)
2. a time (as in "this time")
3. [variant of বারো]; 12, twelve
Samsad Bengali-English Dictionary
বার2 [ bāra2 ] n a royal court, a durbar; (of princes etc.) a sitting or presence in a court ('বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়'); an appearance before applicants or visitors or in public esp. in state (জমিদার বা গুরু আজ বার দেবেন).বার3 [ bāra3 ] n a day (রবিবার); a fixed or allotted day (হাটবার); a day of the week (আজ কী বার); an occasion, a time (দুবার); a turn (দেখি তোমার বারে কেমন খেলো).
মার্চ [ mārca ] n the third month of the English calendar, March.
Samsad Bangla Abhidhan
মার্চ [ mārca ] বি. ইংরেজি বৎসরের তৃতীয় মাস।[ইং. March]।
Off by 3 letters:
অবার definitions
Samsad Bengali-English Dictionary
অবার [ abāra ] a irresistible; unpreventible; indomitable; unrestrainable; inevitable.
অবার্ণ definitions
Samsad Bengali-English Dictionary
অবার্ণ [ abārṇa ] a (phys.) achromatic. ~তাn. achro matism.
অবার্য definitions
Samsad Bengali-English Dictionary
অবারণীয়, অবার্য [ abāraṇīẏa, abārya ] a irresistible; inevitable; unpreventible.
আবার definitions
Bangla-Tangla Dictionary
আবার – again, moreover, expression of suspicion or uncertainty
Samsad Bengali-English Dictionary
আবার [ ābāra ] adv again, once more; moreover, and also (গরিব আবার বদখেয়ালি). ☐ int. expressing uncertainty or distrust or negation (কালো মেয়ের আবার বিয়ে, গরীবের আবার সুখ, নিত্য-ভিখারিকে কী আবার দেবে) .
Samsad Bangla Abhidhan
আবার [ ābāra ] ক্রি-বিণ. অব্য. 1 পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও); 2 অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি); 3 অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব) [সং. অপর; প্রাকৃ. অবর]।
এবার definitions
Bangla-Tangla Dictionary
এবার – this time, now
Samsad Bengali-English Dictionary
এবার [ ēbāra ] n this time; this year; this life. ☐ adv. on this occasion, at this time, this time; now; in this year, this year; in this life. ☐ int. how can you escape now? ~কারa. of this time or year or life; present, current, this.
Samsad Bangla Abhidhan
এবার [ ēbāra ] বি. ক্রি-বিণ. 1 এই সময়ে (এবার আবার শুরু হল, এবার যাব); 2 এই যাত্রায় (এবার তুমি পেলে না); 3 এখন (এবার তবে আসি); 4 এই বছর (এবার তেমন ধান হয়নি); 5 এই জীবন, এই জীবনে (এবারের খেলা সাঙ্গ হল)। [বাং. এ (এই) + বার]। ~কার বিণ. এবারের। এবারের মতো ক্রি-বিণ. এ যাত্রায়. এই দফায়; এই জন্মের মতো।
কবার definitions
Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of কওয়া:কওয়া – to speak
টর্চ definitions
Bangla-Tangla Dictionary
টর্চ – torch
Samsad Bengali-English Dictionary
টর্চ, টর্চলাইট [ ṭarca, ṭarcalāiṭa ] n a torch. টর্চের আলো torch light.
Samsad Bangla Abhidhan
টর্চ [ ṭarca ] বি. ব্যাটারির সাহায্যে জ্বলে এমন আধুনিক বাতিবিশেষ। [ইং. torch]।
দেবার্চন definitions
Samsad Bengali-English Dictionary
দেবার্চন, দের্বাচনা [ dēbārcana, dērbācanā ] n the worship of God or of a god; religious worship.
ধার্ definitions
Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of ধারা:ধারা – to owe, (ধার + ~ = to bother oneself at all about something)
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of ধারা:ধারা1 [ dhārā1 ] v to owe (টাকা ধারা); to have any connection or concern with (কারও বা কিছুর ধার ধারা).
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of ধারা:ধারা1 [ dhārā1 ] ক্রি. ঋণী হওয়া বা থাকা (তার কাছে আমি অনেক টাকা ধারি); 2 সংস্রব রাখা (কারও ধার ধারি না)। [বাং. ধার 3 + আ]।
পার্ definitions
Bangla-Tangla Dictionary
2nd person intimate present imperative tense of পারা:পারা – to be able to do
Samsad Bengali-English Dictionary
2nd person intimate present imperative tense of পারা:পারা3 [ pārā3 ] v (aux.) to be able, can, may (করতে পারা). ☐ v. to do, to perform, to execute, to manage (সে এ কাজ পারে না); to vie with, to compete with (সে তার সঙ্গে পারে না).
Samsad Bangla Abhidhan
2nd person intimate present imperative tense of পারা:পারা3 [ pārā3 ] ক্রি. বি. 1 সমর্থ হওয়া (বুঝতে পারি না, উঠতে পার?); 2 এঁটে ওঠা বা বশে আনার ক্ষমতা থাকা (তার সঙ্গে পারা শক্ত, ওর সঙ্গে আমি কী করে পারব?); 3 অনুমতি পাওয়া, বাধাহীন হওয়া (এখন যেতে পার)। [সং. √ পৃ + বাং. আ]।
বচ definitions
Samsad Bengali-English Dictionary
বচ [ baca ] n the sweet-flag.
Samsad Bangla Abhidhan
বচ [ baca ] বি. ঝাল বা কটু কন্দবিশেষ। [সং. বচা]।
বধার্থ definitions
Samsad Bangla Abhidhan
বধ [ badha ] বি. হত্যা, হনন (রাবণবধ, পশুবধ)। ☐ ক্রি. (পদ্যে) বধ করা ('তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে')। [সং. √ হন্ + অ]। ~পাল বি. কারারক্ষী। ~স্থলী, ~স্থান, বধ্য-ভূমি বি. যেখানে বধ করা হয়, মশান। বধার্থ ক্রি-বিণ. বিণ. বধের জন্য (বধার্থ আনা হয়েছে, বধার্থ পশু)। বধার্থ, বধ্য বিণ. বধের যোগ্য, বধ করতে হবে এমন। বধোদ্যত বিণ. হত্যা বা বধ করতে উদ্যত। বধোদ্যম বি. হত্যার উদ্যোগ।
ববার definitions
Bangla-Tangla Dictionary
genitive of verbal noun of বওয়া:বওয়া – to flow, to carry