বামুন definitions

Bangla-Tangla Dictionary
বামুন – Brahmin [http://en.wikipedia.org/wiki/Brahmin]
Samsad Bangla Abhidhan
বামন2, বামুন [ bāmana2, bāmuna ] বি. 1 ব্রাহ্মণ, হিন্দু চতুর্বর্ণের শ্রেষ্ঠ বর্ণ (পূজায় বামুনের অধিকার); 2 পুরোহিত; 3 পাচক (বামুন ঠাকুর)। [প্রাকৃ. বম্ভণ < সং. ব্রাহ্মণ]। স্ত্রী. বামনিবামনা বি. (তুচ্ছার্থে) বামন; ব্রাহ্মণ; পাচক; পুরোহিত। বাম-নাই বি. (বিদ্রুপে) ব্রাহ্মণত্বের গর্ব বা আতিশয্য দেখানো। বামুন-ঠাকুর বি. 1 পুরোহিত; 2 পাচকব্রাহ্মণ। বামুন [ bāmuna ] বি. বামন2 -এর কথ্য ও আঞ্চ. রূপ। বামুনের গোরু (আল.) অতি অল্প খরচ বেশি কাজ দেয় এমন ব্যক্তি বা বস্তু।

Processing time: 0.4 s