বাপেও definitions

Bangla-Tangla Dictionary
conjunctive of locative of বাপ: বাপ – father
Samsad Bengali-English Dictionary
conjunctive of locative of বাপ: বাপ1 [ bāpa1 ] n sowing; weaving. conjunctive of locative of বাপ: বাপ2 [ bāpa2 ] n a father; (in affectionate ad dress) a son or a person deserving to be treated as a son. বাপকা বেটা, বাপের বেটা a chip of the old block. বাপকা বেটা সেপাইকা ঘোড়া, কুছ নেহী তো থোড়া থোড়া (fig.) a son must inherit some qualities at least of his father. বাপ তোলা v. to abuse one by calling names of one's father. বাপের জন্মে বা বয়সে (fig.) at any time, ever. কারও বাপের সাধ্য নেই (fig.) not within anybody's capacity, nobody is able to do, no one, not even one's sire has the grit or ability (to do). conjunctive of locative of বাপ: বাপ3, বাপরে, বাপস [ bāpa3, bāparē, bāpasa ] int denoting: fright, amazement etc; O my God! O my! conjunctive of locative of বাপ: বাপান্ত [ bāpānta ] n abusing one by calling names of one's father. বাপান্ত করা same as বাপ তোলা (see বাপ2)
Samsad Bangla Abhidhan
conjunctive of locative of বাপ: বাপ [ bāpa ] বি. 1 বাবা, পিতা; 2 পুত্রস্থানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধন। [সং. বপ্র]। ~কা বেটা, বাপের ব্যাটা বি. পিতার উপযুক্ত পুত্র। ~ঠাকুরদা, ~দাদা বি. পিতৃ পুরুষেরা (বাপঠাকুরদার আমল)। ~ধন বি. পুত্রস্থানীয় ব্যক্তিকে স্নেহসম্বোধনবিশেষ। বাপ বাপ অব্য. ভয় বা বিপদ থেকে মুক্তির আশ্বাসূচক উক্তি (বাপ বাপ বলে পালানো)। বাপ তোলা ক্রি. বি. বাপান্ত করা, বাপের নামে গাল দেওয়া। বাপের জন্মে ক্রি-বিণ. কোনো কালে (এমন কথা বাপের জন্মে শুনিনি)। বাপা বি. (আদরে বা বিদ্রুপে) বাবা। বাপান্ত বি. কারও বাপের নাম করে গালিগালাজ ('উঠিতে বসিতে করি বাপান্ত': রবীন্দ্র)। বাপি বি. বাবা বা ছেলেকে প্রিয়সম্বোধন। বাপু বি. অব্য. স্নেহপাত্রকে বা পদমর্যাদায় হীনতর ব্যক্তিকে সম্বোধন; বিরক্তি ক্রোধ প্রভৃতি সূচক (তুমি বাপু কাজটা ভালো করনি)। বাপস অব্য. ভয় বিস্ময় ইত্যাদি সূচক। conjunctive of locative of বাপ: বাপা, বাপান্ত [ bāpā, bāpānta ] দ্র বাপ conjunctive of locative of বাপ: বাপু [ bāpu ] দ্র বাপ

Processing time: 1.21 s