বানের definitions

Bangla-Tangla Dictionary
genitive of বান: বান – flood
Samsad Bengali-English Dictionary
genitive of বান: বান1 [ bāna1 ] n the eel, (cp.) the lamprey.
Samsad Bangla Abhidhan
genitive of বান: বান1 [ bāna1 ] (-বৎ) বিণ. যুক্ত অন্বিত প্রভৃতি অর্থবাচক তদ্ধিত প্রত্যয়বিশেষ (বেগবান, ফলবান, ভগবান)। স্ত্রী. ~বতী (বেগবতী, ফলবতী)। genitive of বান: বান2 [ bāna2 ] বি. 1 বন্যা, জলপ্লাবন, নদনদীর অকস্মাৎ জলস্ফীতি; 2 (আল.) জলোচ্ছ্বাস। [< সং. বন্যা-তু. সং.√ বন্ + অ (=গতি)]। ~ভাসি বিণ. বন্যার জলে প্লাবিত বা ভেসে গেছে এমন (বানভাসি গ্রামের জন্য ত্রাণসামগ্রী)। বানের জলে ভেসে আসা ক্রি. বি. (আল.) অনায়াসে পাওয়া যায় বলে অবজ্ঞেয় হওয়া; অবজ্ঞার পাত্র হওয়া। বানের জলে ভেসে যাওয়া ক্রি. বি. (আল.) অসহায় বা নিরাশ্রয় হওয়া, সর্বনাশগ্রস্ত হওয়া।

Processing time: 1.24 s