বাদা definitions

Bangla-Tangla Dictionary
বাদা – wetland

older brother বা:
বা
1. variant of বাঃ
2. or, maybe

Samsad Bengali-English Dictionary
বাদা [ bādā ] n an extensive marsh or fen; a wooded region. older brother বা: বা2 [ bā2 ] con or ☐ adv. possibly, perhaps (হবেও বা); alternatively (তুমিই বা গেলে); used to emphasize a question (হবেই বা না কেন ?).
Samsad Bangla Abhidhan
বাদা [ bādā ] বি. 1 বিস্তীর্ণ জলাভূমি; 2 (সচ. দক্ষিণবঙ্গের) অকর্ষিত ও জঙ্গলপূর্ণ অঞ্চল। [বাং. আঞ্চ. < আ. বাদিষ্]। ~চিংড়ি বি. ছোটো চিংড়িবিশেষ যা সাধারণত বাদা অঞ্চলের নোনা জলে পাওয়া যায়। older brother বা: বা2 [ bā2 ] বি. (ব্রজ ও প্রা. কা.) বাতাস ('গিরীষির বা': বিদ্যা.)। [সং. বাত]। older brother বা: বা3 [ bā3 ] অব্য. 1 বিকল্প (যাই বা না যাই); 2 কিংবা, অথবা (সে বা তুমি); 3 সম্ভাবনাসূচক বা সন্দেহসূচক (হবেও বা); 4 প্রশ্নাত্মক (তুমিই বা গেলে না কেন?); 5 বিতর্কে নিশ্চয়াত্মক (কেনই বা হবে না?); 6 বিকল্পবাচক ('কোথাও বা ধানখেত জলে আধো ডোবা': রবীন্দ্র)। [সং. √ বা + ক্বিপ্]।

Processing time: 0.4 s