বাজি definitions

Bangla-Tangla Dictionary
বাজি
1. bet
2. fireworks

1st person present simple tense of বাজা:
বাজা – to ring, to emit sound

1st person present imperative tense of বাজা:
বাজা – to ring, to emit sound

Samsad Bengali-English Dictionary
-বাজি1 [ -bāji1 ] sfx denoting: practice, propensity, repleteness etc. (ফন্দিবাজি). বাজি2 [ bāji2 ] n magic, jugglery, legerdemain (ভোজবাজি); a feat (দড়াবাজি, মুখবাজি); a game, a turn, a spell, a bout (এক বাজি তাস বা দাবা); fireworks; a wager; a stake; (fig.) one's existence and activities in this world ('এবার বাজি ভোর'). বাজি জেতা v. to win a stake. বাজি ধরা v. to lay a wager; to stake. বাজি পোড়ানো v. to make a display of fire-works. বাজি রাখা v. to bet. বাজি হারা v. to lose a stake. 1st person present simple tense of বাজা: বাজা [ bājā ] v to sound or be sounded (মোটরের হর্ন বাজা); to ring or be rung, to toll (ঘন্টা বাজা); to be played on (বীণা বাজা); to be beaten (ঢাক বাজা); to strike (ঘড়ি বাজা, তিনটে বাজা); to be announced by a sound (প্রহর বাজা); to be felt (হাতে বাজ); to jar on (কানে বাজা); to smart or pain (মনে বাজা). ঘড়ি বাজে the clock chimes or strikes. ঘড়িতে একটা বাজে the clock strikes one, it is one o'clock. স্কুলের ঘন্টা বাজ the school-bell goes. 1st person present imperative tense of বাজা: বাজা [ bājā ] v to sound or be sounded (মোটরের হর্ন বাজা); to ring or be rung, to toll (ঘন্টা বাজা); to be played on (বীণা বাজা); to be beaten (ঢাক বাজা); to strike (ঘড়ি বাজা, তিনটে বাজা); to be announced by a sound (প্রহর বাজা); to be felt (হাতে বাজ); to jar on (কানে বাজা); to smart or pain (মনে বাজা). ঘড়ি বাজে the clock chimes or strikes. ঘড়িতে একটা বাজে the clock strikes one, it is one o'clock. স্কুলের ঘন্টা বাজ the school-bell goes.
Samsad Bangla Abhidhan
বাজি1 [ bāji1 ] দ্র বাজ1 বাজি2 [ bāji2 ] বি. 1 ইন্দ্রজাল, ভেলকি (ভোজবাজি); 2 খেলার দফা (এক বাজি তাস খেলে যাই); 3 আতশবাজি (বাজি পোড়ানো); 4 জুয়া খেলার পণ (বাজি রাখা); 5 (আল.) জীবলীলা; ভবের খেলা ('এবার বাজি ভোর': রা. প্র.)। [ফা. বাজী]। ~কর বি. জাদুকর, ঐন্দ্রজালিক। ~মাত বি. খেলায় বা প্রতিযোগিতায় জয়। 1st person present simple tense of বাজা: বাজা [ bājā ] ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। ☐ বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। ~নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া। নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা। সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা। 1st person present imperative tense of বাজা: বাজা [ bājā ] ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। ☐ বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। ~নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া। নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা। সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা।

Processing time: 1.32 s