Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
বাজায় definitions
Bangla-Tangla Dictionary
locative of বাজা:বাজা – to ring, to emit sound3rd person ordinary present simple tense of বাজানো:বাজানো – to play an instrument
Samsad Bengali-English Dictionary
locative of বাজা:বাজা [ bājā ] v to sound or be sounded (মোটরের হর্ন বাজা); to ring or be rung, to toll (ঘন্টা বাজা); to be played on (বীণা বাজা); to be beaten (ঢাক বাজা); to strike (ঘড়ি বাজা, তিনটে বাজা); to be announced by a sound (প্রহর বাজা); to be felt (হাতে বাজ); to jar on (কানে বাজা); to smart or pain (মনে বাজা). ঘড়ি বাজে the clock chimes or strikes. ঘড়িতে একটা বাজে the clock strikes one, it is one o'clock. স্কুলের ঘন্টা বাজ the school-bell goes.3rd person ordinary present simple tense of বাজানো:বাজানো [ bājānō ] v to sound; to ring, to toll; to play on (as a musical instrument), to beat (as an instrument of percussion); to clink (as coins); to try to discover the inclinations, thoughts etc. of, to sound (লোকটাকে বাজিয়ে দেখা). বাজিয়ে দেখাv. to try or sound (somebody).
Samsad Bangla Abhidhan
locative of বাজা:বাজন [ bājana ] বি. 1 বাদ্য, বাজনা, বাদ্যধ্বনি। ☐ বিণ. বাজে এমন ('বাজন নূপুর পায়': গো. দা.)। [বাজা দ্র]। ~দার বি. পেশাদার বাদক ('বাজনদার একা ভিজে যাচ্ছে অন্ধকারে': শ. ঘো.)।locative of বাজা:বাজনা [ bājanā ] বি. 1 বাদ্য; 2 বাদ্যধ্বনি (বাজনা শুনে ঘুম ভেঙে গেছে); 3 বাদ্যযন্ত্র (বাজনা নিয়ে বাজনদার এল); 4 বাদন। [বাজা দ্র]। ~ওয়ালা, ~দার বি. পেশাদার বাদক, বাজনদার।locative of বাজা:বাজা [ bājā ] ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। ☐ বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। ~নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া। নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা। সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা।3rd person ordinary present simple tense of বাজানো:বাজা [ bājā ] ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। ☐ বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। ~নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া। নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা। সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা।