Bangla-Tangla Dictionary
বাঁক – turn
2nd person ordinary present simple tense of বাঁকা:
বাঁকা
– to bend
Samsad Bengali-English Dictionary
বাঁক [ bān̐ka ] n curvature; a curve; a bend, a turn (as of a road or river); a piece of long and bent pole borne on one's shoulder for carrying loads fastened to its ends. ~নল n. a blowpipe; a u-tube; (bot.) a bent tube. ~মল n. a kind of twisted bangle for the ankle.
2nd person ordinary present simple tense of বাঁকা:
বাঁকা [ bān̐kā ] v to bend, to curve (রেখাটি বেঁকেছে); to turn (পথটি এখানে বেঁকেছে); to be come reluctant or unfavourable or ungracious or antipathetic (কর্তা বেঁকেছেন). ☐ a. bent, curved (বাঁকা বাঁশ); stopping, hunched (বাঁকা পিঠ); slanting, aslant (খুটিখানা বাঁকা); winding, tortuous, sinuous, spiral, roundabout (বাঁকা পথ); furtive, squint, oblique (বাঁকা চাহনি); cynical or unfriendly (বাঁকা দৃষ্টিভঙ্গি); crooked (বাঁকা মন); rude, harsh (বাঁকা কথা); insinuating; sly (বাঁকা উক্তি); reluctant, unfavourable, antipathetic. ~চোরা a. having many curves and twists; not straightforward, crooked (বাঁকাচোরা কথা). বাঁকানো . v. to bend; to make reluctant or unfavourable or anti pathetic. বেঁকে বসা v. to be placed or fixed slantingly; to become reluctant or unfavourable or antipathetic; to revise or retract one's previous opinion, desire, resolve etc., to refuse to fall in with or accede to.
Samsad Bangla Abhidhan
বাঁক [ bān̐ka ] বি. 1 বক্রতা (লোহার শিকটার নানা জায়গায় বাঁক); 2 নদীর বা রাস্তার মোড় (বাঁক ফেরা, 'ছোট নদী চলে বাঁকে বাঁকে': রবীন্দ্র); 3 ভারবহনের জন্য ব্যবহৃত দণ্ডবিশেষ (কাঁধে বাঁক নিয়ে চলেছে)। [প্রাকৃ. বঙ্ক < সং. বক্র]। ~নল বি. 1 যে ফাঁপা নলের মধ্য দিয়ে ফুঁ দিয়ে চুল্লির আগুন জ্বালানো হয়, blowpipe; 2 মধ্যযুগে সাধক সম্প্রদায়ের উল্লিখিত সূক্ষ্ম নাড়ি, যা বেয়ে মাথার চাঁদি থেকে অমৃত ক্ষরিত হয় বলে ভাবা হত। ~মল বি. বাঁকা বা পাক দেওয়া পায়ের অলংকার, মলবিশেষ।
2nd person ordinary present simple tense of বাঁকা:
বাঁকা [ bān̐kā ] ক্রি. 1 বক্রহওয়া ('শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা': রবীন্দ্র); 2 ঘোরা (পথটা এখানে বেঁকেছে); 3 অসম্মত বা প্রতিকূল হওয়া (বিয়ের কথায় সে বেঁকে বসেছে); 4 বাঁকানো। ☐ বিণ. 1 বক্র (বাঁকা লাইন, বাঁকা বাঁশ); 2 কুব্জ, ন্যুজ (বাঁকা পিঠ); 3 তির্যক, আড়, কাত (এমন বাঁকা হয়ে হাঁটো কেন? খুঁটিটা বাঁকা হয়ে বসেছে); 4 ঘোরালো, সিধে নয় এমন (বাঁকা পথ); 5 চোরা (বাঁকা চাহনি); 6 কুটিল, অসরল (বাঁকা মন); 7 কড়া, রূঢ়, বিপরীত (বাঁকা কথা); 8 প্রতিকূল। [প্রাকৃ. বঙ্ক > বাং. বাঁক + আ]। ~চোরা বিণ. 1 আঁকাবাঁকা (বাঁকাচোরা গলি)। ~নো বি. ক্রি. বক্র করা (শিকটাকে বাঁকাতে পারবে?)। ☐ বিণ. উক্ত অর্থে (বাঁকানো লোহা)। বেঁকে বসা ক্রি. বি. 1 বক্রভাবে স্থাপিত হওয়া; 2 দৃঢ়তার সঙ্গে অসম্মত বা প্রতিকূল হওয়া, কিছুতেই রাজি না হওয়া; 3 পূর্বমত বদল করা (আগে তো একথা বলেনি, এখন বেঁকে বসেছে)।