Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
বহুল definitions
Bangla-Tangla Dictionary
বহুল – many
Samsad Bengali-English Dictionary
বহুল [ bahula ] a much, profuse, abundant, plentiful. ~পরিমাণেadv. in a great or large measure, profusely. ~তা, ~ত্বn. muchness, profusion, abundance. plenty. বহুলীকরণn. multiplication. বহুলীকৃতa. multiplied.
Samsad Bangla Abhidhan
বহুল2 [ bahula2 ] বিণ. কৃষ্ণবর্ণবিশিষ্ট, কালো। ☐ বি. 1 কৃষ্ণবর্ণ; 2 কৃষ্ণপক্ষ। [সং. বহু + √ লা + অ]। বহুলা বি. (স্ত্রী.) 1 গাভি; 2 কৃত্তিকা নক্ষত্র; 3 তামসী অর্থাৎ অন্ধকার রাত্রি।বিপদ, (অপ্র.) বিপৎ (বিপদ্) [ bipada, (apra.) bipat (bipad) ] বি. 1 সংকট, বিপত্তি, আপদ; 2 ঝঞ্ঝাট, ঝামেলা (এ কী উটকো বিপদ?); 3 দুর্ঘটনা, দুর্দৈব; 4 দুরবস্থা (বিপদের দিনে কারও সাহায্য পায়নি)। [সং. বি + √ পদ্ + ক্বিপ্]। বিপৎ-কাল বি. বিপজ্জনক সময়, বিপদের সময়। বিপৎ-পাত বি. বিপদ ঘটা (বিপৎপাতের সম্ভাবনা)। বিপদ্-গর্ভ, বিপদ-গর্ভ বিণ. বিপজ্জনক, বিপদের সম্ভাবনাযুক্ত। বিপদ্-গ্রস্ত, বিপদ-গ্রস্ত বিণ. বিপদে পতিত, বিপন্ন। বিপদ-চিহ্ন, বিপদ্-চিহ্ন বি. বিপদ সম্বন্ধে সাবধান করার জন্য চিহ্ন। বহুল বিণ. বিপৎপূর্ণ। বিপদভঞ্জন বি. বিণ. বিপদ দুরকারী। বিপদ-রেখা, বিপৎ-সীমা বি. নদী বা জলাধারের জলস্ফীতি যে রেখা বা সীমা ছাপিয়ে উঠলে প্লাবনজনিত বিপদের আশঙ্কা থাকে, danger-level. বিপদ্-মুক্তি বি. বিপদের আশঙ্কা থেকে মুক্তি। ~সংকুল বিণ. বিপজ্জনক, সংকটজনক। বিপদ-সংকেত বি. বিপদের সম্পর্কে সতর্ক করার জন্য সংকেত, danger signal, siren. বিপদাপদ বি. নানাপ্রকার বিপদ বা বিঘ্ন। বিপদাপন্ন বিণ. বিপন্ন। বিপদুদ্ধার বি. বিপদ থেকে নিষ্কৃতি, বিপদমুক্তি। বিপদ্দশা বি. বিপন্ন অবস্থা।