বসু definitions

Bangla-Tangla Dictionary
বসু – Basu [surname]
Samsad Bengali-English Dictionary
বসু [ basu ] n one of a class of demigods; wealth, riches. ~ধা n. the earth. ~ধারা n. an auspicious symbol painted on the inner wall of a room by Hindus at wedding etc. বসুন্ধরা, ~মতী n. the earth (often personified as mother-earth).
Samsad Bangla Abhidhan
বসু [ basu ] বি. 1 গণদেবতাবিশেষ, গঙ্গার আট পুত্র; 2 ধন; 3 বাঙালি কায়স্থের পদবিবিশেষ। [সং. √ বস্ + উ]। ~কীট বিণ. 1 ধনাকাঙ্ক্ষী; 2 কৃপণ। ☐ বি. ভিক্ষুক। ~দেব বি. 1 শ্রীকৃষ্ণের পিতা; 2 ধনাধিপতি কুবের। ~ধা, ~ন্ধরা, ~মতী, ~মাতা বি. পৃথিবী। ~ধারা বি. বিবাহাদি হিন্দু-অনুষ্ঠানে দেওয়ালে আঁকা সিঁদুরবিন্দুসহ ঘিয়ের পাঁচটি বা সাতটি স্রোত। অষ্ট-বসু বি. গঙ্গা ও শান্তনুর অষ্টপুত্র-ভব ধ্রুব সোম বিষ্ণু অনল অনিল প্রত্যুষ প্রভাব।

Processing time: 0.42 s