বসন্ত definitions

Bangla-Tangla Dictionary
বসন্ত – the spring season
Samsad Bengali-English Dictionary
বসন্ত [ basanta ] n the spring season, spring, the springtime; pox, small-pox, chicken pox; an Indian musical mode. ~কাল n. the spring season, the spring time, spring. ~কালীন a. of spring; vernal. ~দূত n. the messenger of spring; the cuckoo. ~পঞ্চমী n. the fifth lunar day of the light fortnight of Magh (মাঘ) when Goddess Saraswati (সরস্বতী) is worshipped. ~বায়ু n. vernal breeze, the south wind. ~সখ n. the friend of spring; the cuckoo. ~সখা n. one attended upon by Spring; Madana (মদন) the Hindu god of love. বসন্তের কোকিল (fig.) a fair-weather friend. বসন্তোৎসব n. the spring festival; the festival of holi (হোলী).
Samsad Bangla Abhidhan
বসন্ত [ basanta ] বি. 1 ফাল্গুন ও চৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল ('বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা': রবীন্দ্র); 2 মসূরিকা রোগ, small pox; 3 সংগীতের রাগবিশেষ। [সং. √ বস্ + অন্ত]। ~তিলক বি. সংস্কৃত ছন্দবিশেষ। ~দূত বি. কোকিল। স্ত্রী. ~দূতী। ~পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়। ~বায়, ~বায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস ('বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল': রবীন্দ্র)। ~বাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্ত ও বাহার এই দুই রাগের মিশ্র রূপ। ~মুখারি বি. সংগীতের রাগবিশেষ। ~সখ বি. বসন্তের সখা, কোকিল। ~সখা বি. বসন্ত যার সখা, কামদেব। বসন্তের কোকিল বি. (আল.) সুখের দিনের বন্ধু। বসন্তোৎ-সব বি. 1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান; 2 দোল বা হোলির উৎসব।

Processing time: 0.41 s