বশত definitions

Bangla-Tangla Dictionary
বশত – on account of [suffix]
Samsad Bengali-English Dictionary
বশ [ baśa ] n will, order, command, control, hold, authority, domination (বশে থাকা); influence (মোহবশে). ☐ a. subject to another's will or command; subjugated; controlled; influenced; charmed (জাদুতে বশ); obedient; submissive; very much fond (of) and obedient (to) (বাচ্চাটি তার ভারি বশ). বশ করা, বশে আনা v. to bring under control; to same; to break (as a horse); to win over; to influence; to charm. বশ হওয়া, বশে আসা v. to be brought under control; to be tamed or won over or influenced or charmed. বংশবদ a. obedient; submissive; at one's beck and call. ~ adv. on account of, owing to, because of. ~তা n. subjection to another's will or command; subordination; subjection; state of being controlled or influenced or charmed; obedience; submissiveness, submission; great fondness and obedience. ~বর্তী a. obedient; attached or addicted (to); influenced (by). fem. ~বর্তিনী, ~বর্তিতা n. obedience, attach mentor addiction; the state of being influenced (by).
Samsad Bangla Abhidhan
বশ [ baśa ] বি. 1 আজ্ঞাধীনতা, ইচ্ছানুবর্তিতা (ছেলেটা এখনও বাপ-মায়ের বশে আছে); 2 কর্তৃত্ব, অধিকার, প্রভাব (দৈববশে, বশ মেনেছে, মোহের বশে)। ☐ বিণ. 1 আয়ত্ত; অধীন (সে কেবল টাকার বশ); 2 (মন্ত্রাদি দ্বারা) মোহিত বা মোহাবিষ্ট (ছেলেটাকে বশ করেছে)। [সং. √ বশ্ + অ]। ~ (তস্), (বর্জি.) ~তঃ অব্য. নিমিত্ত; জন্য (অক্ষমতাবশত)। ~তা বি. বশ হওয়ার বা বশে থাকবার ভাব; অধীনতা, বশ্যতা। ~বর্তী (-র্তিন্) বিণ. অধীন, অনুগত (নিয়মের বশবর্তী)। বি. ~বর্তিতা। স্ত্রী. ~বর্তিনী

Processing time: 0.44 s