বর্ষ definitions

Bangla-Tangla Dictionary
বর্ষ – year
Samsad Bengali-English Dictionary
বর্ষ [ barṣa ] n a year; (myth.) any one of the nine divisions of Jambu (জম্বু) or Asia; rain; cloud; shower or fall (তুষারবর্ষ). ~কাল n. a period of one year; a full calendar year. ~জীবী a. lasting or living for a year only; annual. বর্ষজীবী উদ্ভিদ an annual plant, an annual. ~প্রবেশ n. New Year's Day (chiefly according to the Bengali calendar). ~বলয় n. (bot.) the annual ring. ~মান n. rain-gauge.
Samsad Bangla Abhidhan
বরষ, বরষণ, বরষা [ baraṣa, baraṣaṇa, baraṣā ] যথাক্রমে বর্ষ, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ। বর্ষ [ barṣa ] বি. 1 বৎসর, বছর (নববর্ষ); 2 পুরণোক্ত জম্বুদ্বীপের ইলাবৃত রম্যক ভারত প্রভৃতি নয়টি অংশ; 3 বৃষ্টি; 4 মেঘ (বর্ষোপল)। [সং. √ বৃষ্ + অ]। ~কর বিণ. বর্ষণকারী। ☐বি. মেঘ। ~কাল বি. এক বৎসর। ~জীবী (-বিন্) বিণ. এক বৎসর বাঁচে এমন। ☐ বি. এক বৎসর বাঁচে এমন উদ্ভিদ। ~পঞ্জি বি. ক্যালেণ্ডার। ~পূর্তি বি. বছরের শেষ। ~প্রতিবন্ধ বি. অনাবৃষ্টি। ~প্রবেশ বি. নববর্ষার আরম্ভ। ~মান বি. বর্ষামাপক যন্ত্র।

Processing time: 0.39 s