বরাত definitions

Bangla-Tangla Dictionary
বরাত
1. assignment (+ দেওয়া = to put in charge of)
2. luck
Samsad Bengali-English Dictionary
বরাত [ barāta ] n charge, commission (কাজের বরাত) ; order (often pl.); necessity or business (এদিকে একটু বরাত ছিল) ; authority to represent, assignment; order (to supply goods): fate, luck (মন্দ বরাত). বরাত দেওয়া v. to entrust a charge, to commission; to authorize or assign. ~চিঠি n. a letter of authority or assignment; (comm.) a bill of exchange. ~গুণে adv. by virtue of good luck. ~জোরে adv. through good luck, through a stroke of luck. বরাতি a. (of a task) entrusted.
Samsad Bangla Abhidhan
বরাত [ barāta ] বি. 1 ভাগ্য, অদৃষ্ট (বরাত মন্দ); 2 দায়িত্ব, কর্মভার (অন্যের উপর বরাত দিয়ে এ-কাজ হয় না); 3 কাজের ফরমাশ, মাল সরবরাহের ফরমাশ (বিয়েবাড়ির মাছের বরাত পেয়েছে); 4 প্রয়োজন (এখানো তোমার কী বরাত?); 5 প্রতিনিধিত্বের বা ক্ষমতা দানকারী চিঠি; 6 হুণ্ডি। [আ. বরাৎ]। ~জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের আনুকূল্য (নেহাত বরাতজোরে বেঁচে গেছি)। বরাতি বিণ. 1 প্রতিনিধিত্ব বা দায়িত্ব দেয় এমন (বরাতি চিঠি); 2 যে বিষয়ের ভার অন্যের উপর ন্যস্ত করা হয়েছে এমন (বরাতি কাজ)।

Processing time: 0.39 s