বরণ definitions

Bangla-Tangla Dictionary
বরণ – worshipful welcome (+ করা = to welcome)
Samsad Bengali-English Dictionary
বরণ2 [ baraṇa2 ] n devotional or respectful or cordial (and esp. ceremonial) reception or acceptance or nomination or election, welcome (প্রতিমাবরণ, গুরুবরণ, বধূবরণ, সভপতিপদে বরণ) ; submissive or deliberate acceptance (দুর্ভাগ্যবরণ) ; appointment, employment. বরণ করা v. to receive or accept or nominate or elect devotionally or respectfully or cordially (and esp. ceremonially), towel come; to accept submissively or voluntarily; to appoint, to employ. ~ডালা n. a wicker-tray holding articles with which one is received ceremonially. ~পত্র n. a warrant. বরণীয় a. fit to be received or accepted or nominated or elected devotionally or respectfully or cordially (and esp. ceremonially), fit to be welcomed; fit to be accepted sub missively or voluntarily; adorable; venerable; acceptable. fem. বরণীয়া ।
Samsad Bangla Abhidhan
বরণ2 [ baraṇa2 ] বি. 1 সাদরে গ্রহণ নিয়োগ বা অভ্যর্থনা (গুরুবরণ, বধূচরণ, বর্ষাবরণ, সভাপতি পদে বরণ); 2 পূজার জন্য দেবতাকে বা কন্যাদানকালে জামাতাকে অভ্যর্থনা (জামাইবরণ); 3 স্বেচ্ছায় স্বীকার (মৃত্যুবরণ, কারাবরণ); 4 প্রার্থনা; 5 নির্বাচন, মনোনয়ন; 6 বরণ করবার কাপড়। [সং. √ বৃ + অন]। ~কর্তা বিণ. বরণকারী, যে বরণ করে। ~ডালা বি. বরণের উপকরণ রাখার ডালা। ~মালা বি. যে-মালা দিয়ে পতিত্বে বরণ করা হয়। বরণাঙ্গুরী বি. হিন্দুদের বিবাহের সময় যে অঙ্গুরী বা আংটি দিয়ে জামাতাকে বরণ করা হয়। বরণীয় বিণ. বরণযোগ্য, সম্মাননীয় (বরণীয় অতিথি); পূজনীয়, গ্রহণীয়; প্রার্থনীয়। স্ত্রী. বরণীয়া

Processing time: 0.45 s