Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
বয়সিরা definitions
Samsad Bangla Abhidhan
plural definitive of বয়সি:বয়স [ baẏasa ] বি. জন্মের সময় থেকে অস্তিত্বের কাল, বয়ঃক্রম; পরিণত বয়স (তার বয়স হয়েছে, এখন খাটতে পারে না)। [সং. বয়স্]। ~কাল বি. সাবালক অবস্থা, যৌবন; পরিণত বয়স (বয়সকালে এসব দোষ সেরে যাবে)। ~ফোড়া বি. যৌবনের আরম্ভে মুখ যে ব্রণ ওঠে। বয়স হওয়া ক্রি. বি. পূর্ণবয়স্ক হওয়া; বেশি বয়স হওয়া। বয়সা বি. যৌবনের আরম্ভে বা বয়ঃসন্ধির সময় কণ্ঠস্বরের বিকৃতি (বয়সা ধরেছে)। বয়সি বিণ. 1 বয়সযুক্ত (অল্পবয়সি ছেলে, সমবয়সি); 2 সমবয়স্ক (আমার বয়সি); 3 বয়স্থ (বয়সি লোক)। বয়সের ধর্ম বি. বয়সের বা বিশেষ বয়সের বৈশিষ্ট্য। বয়সের গাছপাথর না থাকা ক্রি. বি. খুব বেশি বয়স হওয়া। বয়সোচিত বিণ. বিশেষ বয়সের পক্ষে মানানসই, বয়সের উপযোগী, বয়সের যোগ্য (বয়সোচিত আচরণ)।