বধ্য definitions

Bangla-Tangla Dictionary
বধ্য – condemned, marked for death
Samsad Bengali-English Dictionary
বধ্য [ badhya ] a (fit.) to be killed or slain or slaughtered. ~পাল n. the supervisor of an execution. ~ভূমি n. a place of execution or slaughter.
Samsad Bangla Abhidhan
বধ [ badha ] বি. হত্যা, হনন (রাবণবধ, পশুবধ)। ☐ ক্রি. (পদ্যে) বধ করা ('তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে')। [সং. √ হন্ + অ]। ~পাল বি. কারারক্ষী। ~স্থলী, ~স্থান, বধ্য-ভূমি বি. যেখানে বধ করা হয়, মশান। বধার্থ ক্রি-বিণ. বিণ. বধের জন্য (বধার্থ আনা হয়েছে, বধার্থ পশু)। বধার্থ, বধ্য বিণ. বধের যোগ্য, বধ করতে হবে এমন। বধোদ্যত বিণ. হত্যা বা বধ করতে উদ্যত। বধোদ্যম বি. হত্যার উদ্যোগ।

Processing time: 0.42 s