Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
বজ্র definitions
Bangla-Tangla Dictionary
বজ্র – a bolt of lightning
Samsad Bengali-English Dictionary
বজ্র [ bajra ] n thunderbolt, thunder; the weapon of Indra (ইন্দ্র) the king of gods; (loos.) lightning; (astrol.) a cross-sign (×) on the palm or sole of a person; diamond. বজ্র আঁটুনি ফসকা গেরো the more laws, the more flaws; (cp.) summum jus summum injustitia. ~কঠিন, ~কঠোরa. extremely hard, adamantine. ~কীটn. the pangolin. ~গম্ভীরa. deep and loud as thunderclap. বজ্রগম্ভীর স্বরে in a voice as deep as thunder, in a thunderous voice. ~গুণনn. (alg.) cross-multiplication. ~তুল্যa. adamantine; fatally severe; thunderous. ~ধর same as বজ্রপাণি । ~ধ্বনি, ~নাদ, ~নির্ঘোষn. thunderclap; thunder-peal; (fig.) a voice or noise as deep and loud as thunderclap. ~পাণিn. one whose weapon is thunder, the thunderer; Indra (ইন্দ্র) the king of gods. ~পাতn. a crash of thunder; thunder bolt. ~বহn. (phys.) a lightning conductor. ~বারকn. (phys.) a lightning ar rester. বজ্রাগ্নি n. lightning. বজ্রাঘাতn. a thunder-stroke; (fig.) a sudden and fatal calamity. বজ্রাহতa. thunder-struck.
Samsad Bangla Abhidhan
বজ্র [ bajra ] বি. 1 ঝড়বৃষ্টির সময় আকাশে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে যে প্রচণ্ড শব্দ হয়; বাজ, অশনি, কুলিশ; 2 দধীচির অস্থিতে নির্মিত ইন্দ্রের অস্ত্র; 3 গুণনের × এই চিহ্ন; 4 (জ্যোতিষ) মানবদেহে বিশেষত হাতের চেটো ও পায়ের তলায় × চিহ্ন; 5 যোগবিশেষ, আসনবিশেষ; 6 হীরক। ☐ বিণ. অত্যন্ত কঠিন বা কঠোর (বজ্রকঠোর)। ☐ বিণ-বিণ. প্রচণ্ড, নিদারুণ। [সং. √ বজ্ + র]। ~কঠিন বিণ. বজ্রের মতো কঠিন, অত্যন্ত শক্ত। ~কেতু বি. নরকের অধিপতি। ~গম্ভীর বিণ. বজ্রনাদের মতো গম্ভীর। ~গুণন (বীজ.) বীজগণিতে গুণের প্রক্রিয়াবিশেষ, cross-multiplication. ~ধর, ~পাণি, বজ্রী (-জ্রিন্) বি. ইন্দ্র। ~ধ্বনি, ~নাদ, ~নির্ঘোষ বি. বজ্রপাতের আওয়াজ। ~পাত বি. বাজ পড়া। ~মণি, ~মাণিক বি. মহামূল্য মণি বা রত্ন ('বজ্রমাণিক দিয়ে গাঁথা, আষাঢ় তোমার মালা': রবীন্দ্র)। ~মুষ্টি, (কথ্য) ~মুঠি বি. বজ্রের মতো কঠিন বা দৃঢ় মুষ্টি। ~যান বি. তান্ত্রিক বৌদ্ধ ধর্মের নামবিশেষ, শূন্যতাযান। ~লেপ বি. দুর্ভেদ্য প্রলেপবিশেষ, শ্রীবাসকরস ভল্লাতক অতসী বেল প্রভৃতি দিয়ে তৈরি কবিরাজি প্রলেপবিশেষ। বজ্রাগ্নি বি. বিদ্যুৎ। বজ্রাঘাত বি. বজ্রের আঘাত, বাজের আঘাত। বজ্রাহত বিণ. 1 বজ্রের আঘাতে আহত; 2 (আল.) প্রচণ্ড আঘাতে বিমূঢ়। বজ্রাসন বি. যোগাসনবিশেষ।