বক definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary present simple tense of বকা: বকা – to scold
Samsad Bengali-English Dictionary
বক [ baka ] n a species of long-necked white bird, the stork; (cp.) the egret, the heron, the crane; a kind of heron shaped flower. বক দেখানো v. to taunt by cupping one's palms almost in the shape of a heron. ~ঠুঁটো n. a species of river fish with a long and slender beak. ~ধার্মিক a. feigning or simulating virtuousness or piety, sanctimonious; hypocritical. ~বৃত্তি n. feigned virtuousness or piety, sanctimony; hypocrisy, dissimulation. ~যন্ত্র n. a flask with a long bentback neck used in distillation, a retort, a still; stethoscope. 2nd person ordinary present simple tense of বকা: বকা1 [ bakā1 ] v to indulge in garrulity; to prattle, to talk overmuch; to scold, to chide.
Samsad Bangla Abhidhan
বক [ baka ] বি. 1 মাছ শিকারে পটু সাধারণত সাদা পাখিবিশেষ; 2 মহাভারতে বর্ণিত ভীম কর্তৃক নিহত রাক্ষসবিশেষ; 3 সাদা রঙের ফুলবিশেষ। [সং. √ বঙ্ক্ + অ]। বক (বগ) দেখানো ক্রি. বি. বকের গলা ও মুখের মতো হাত বেঁকিয়ে অশোভনভাবে বিদ্রুপ করা। ~ধার্মিক বিণ. বি. ধার্মিকতার ভানধারী; ধর্মধ্বজাধারী; ভণ়্ড। 2nd person ordinary present simple tense of বকা: বকা1 [ bakā1 ] ক্রি. বি. 1 বাচালতা প্রকাশ করা, বকবক করা (ছেলেটি রড্ড বকে); 2 (অনর্থক বা অধিক) কথা বলা (বেশি বকছ কেন, আমি সব জানি); 3 তিরস্কার করা, ধমকানো (দাদা বকবে)। [সং. √ বচ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. বাজে কথা বলানো; অনর্থক বা বেশি কথা বলানো। ~ঝকা বি. বকুনি, তিরস্কার। ~বকি বি. 1 তিরস্কার, বকুনি; 2 বিতর্ক; 3 কলহ।

Processing time: 0.45 s