বংশ definitions

Bangla-Tangla Dictionary
বংশ – family line
Samsad Bengali-English Dictionary
বংশ1 [ baṃśa1 ] n the bamboo; the backbone, the spine. ~দন্ড n. a bamboo-staff, a bamboo-stick; (fig.) stinkard. ~পত্র n. bamboo-leaf. ~লোচন n. tabasheer, tabashir. ~শলাকা n. a slender (and often short) slip of bamboo. বংশ2 [ baṃśa2 ] n a race; a family; lineage; pedigree; posterity; offspring, children. বংশে বাতি দেওয়া (fig.) to continue a line of descent (as by a descendant). ~ক্ষয়, ~নাশ n. loss, end or extinction of a family or race. ~গত a. hereditary. ~গতি n. heredity. গৌরব n. family prestige or pride; the glory of a family. ~ a. born of a particular family; of good lineage; born of a kulin (কুলীন) family which has been socially lowered by matrimonial alliance with an inferior family. ~তালিকা n. a genealogical table, a family tree; a genealogy. ~তিলক n. one who is the gem or the crowning glory of a family; the most remarkable member of a family. ~ধর n. a descendant; a scion. ~পরম্পরা same as বংশানুক্রম । ~পরিচয় n. the family identity; the genealogy. ~বৃদ্ধি n. increase or multiplication of a race or family, growth in family size; procreation; breeding. বংশবৃদ্ধি করা v. to increase or multiply one's race or family; to procreate; to breed. ~বৈশিষ্ট্য n. a family characteristic. ~মর্যাদা n. family prestige. ~রক্ষা n. saving one's family or race; protection of one's family. ~লতা same as বংশতালিকা । ~লোপ same as বংশক্ষয় ।
Samsad Bangla Abhidhan
বংশ1 [ baṃśa1 ] বি. 1 বাঁশ; 2 বাঁশি; 3 পিঠের দাঁড়া (পৃষ্ঠবংশ)। [সং. √ বম্ + শ]। ~দণ্ড বি. বাঁশের লাঠি। ~পত্র বি. বাঁশপাতা। ~লোচন বি. বাঁশের মধ্যে উৎপন্ন কর্পূরের মতো সাদা দ্রব্যবিশেষ, বংশরোচনা। বংশ2 [ baṃśa2 ] বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ~কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ~গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ~গতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ~চরিত বি. বংশের ইতিহাস। ~চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ~ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ~তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ~ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ~নাশ ~ক্ষয়, ~ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ~পরম্পরা বি. বংশের ধারা। ~বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ~মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ~রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ~লোপ বংশনাশ -এর অনুরূপ। ~লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা।

Processing time: 0.41 s