Bangla-Tangla Dictionary
ফেরা – to return
2nd person intimate present imperative tense of ফেরানো:
ফেরানো
– to cause to return
Samsad Bengali-English Dictionary
plural definitive of ফ:
ফ [ ph ] n the twenty-second consonant of the Bengali alphabet.
Samsad Bangla Abhidhan
ফিরা, ফেরা [ phirā, phērā ] ক্রি. বি. 1 প্রত্যাবর্তন করা (অফিস থেকে কখন ফিরলে?); 2 অভিমুখী হওয়া, ঘোরা (ডাইনে ফেরো); 3 ফেরত আসা; 4 ভালোর দিকে পরিবর্তিত হওয়া, উন্নতি লাভ করা (কপাল ফেরা, অবস্থা ফেরা); 5 ঘুরে বেড়ানো (পথে পথে গান গেয়ে ফেরা); 6 বিফলমনোরথ হয়ে প্রত্যাবর্তন করা বা প্রস্থান করা (দুয়ার থেকে ফেরা); 7 ফিরানো, ফিরিয়ে দেওয়া ('এবার ফিরাও মোরে': রবীন্দ্র)। [হি. √ ফির্ > বাং. √ ফির্ + আ]। ~নো ক্রি. বি. 1 পুনরায় আসতে বা প্রত্যাগমন করতে বাধ্য করা (সন্ন্যাসীকে ফিরিয়ে আনো); 2 ঘোরানো (মুখ ফিরিয়ে দেখো); 3 উন্নতি করা (ভাগ্য ফেরানো); 4 নিবৃত্ত করা (অভ্যাস ফেরানো দরকার); 5 প্রার্থনা বা বাসনা পূরণ না করে বিদায় দেওয়া (ভিখারিকে ফিরিয়ে দেওয়া); 6 প্রত্যাহত বা ব্যর্থ করা; 7 নতুন করে লেপন করা বা প্রলেপ দেওয়া (দেওয়ালে কলি ফেরানো); 8 আঁচড়ানো বা উলটে আঁচড়ানো (চুল ফিরিয়ে বাঁধো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। ~ফিরি বি. বারবার ফেরত বা বদল।
ফেরা, ফেরাফিরি [ phērā, phērāphiri ] যথাক্রমে ফিরা, ফিরাফিরি -র চলিত ও কথ্য রূপ।
plural definitive of ফ:
ফ [ ph ] বাংলা বর্ণমালার দ্বাবিংশ ব্যঞ্জনবর্ণ; অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য ফ্-ধ্বনির বর্ণরূপ।