ফুল definitions

Bangla-Tangla Dictionary
ফুল – flower

shadhu 2nd person ordinary present simple tense of ফোলা:
ফোলা – to bloat, to swell

shadhu 2nd person ordinary present imperative tense of ফোলা:
ফোলা – to bloat, to swell

Samsad Bengali-English Dictionary
ফুল1 [ phula1 ] a of the full measure, standard (ফুলশার্ট) ; of or costing the full price, full (ফুলটিকিট) ফুল2 [ phula2 ] n a flower, a blossom; a floral design (ফুলদার) ; the placenta. ফুল তোলা v. to pluck or pick or cull flowers; to embroider a floral design. ফুল দেওয়া v. to worship (a deity) with flower-offering. ফুল ধরা v. to flower, to be in blossom. ফুল না পড়া retention of the placenta. ফুল পাড়া v. to pluck or pick or cull flowers. ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া (fig.) to lose patience over a trifle, to display over-sensitiveness. ফুলের সাজি a flower-basket. ~ওয়ালা n. a florist. fem. ~ওয়ালি a flower-girl. ~কপি n. the cauliflower. ~কাটা same as ফুলদার । ~কারি n. ornamental or decorated needle work, embroidery (with floral designs). ~খড়ি n. writing chalk. ~ঝুরি n. a firework emitting starlike sparks. ~ডোর, ~মালা n. flower garland. ~তোলা same as ফুলদার । ~দানি, ~দান n. a flower-vase. ~দার a. embroidered with floral designs, floriated, floreated. ~ধনু n. Madan (মদন) the god of love, (cp.) Cupid; the Cupid's bow. ফুল পড়া n. ejection of the placenta. ~বাগান n. a flower-garden. ~বাণ n. Madan (মদন) the god of love, (cp.) Cupid; Cupid's shaft. ~বাতাসা n. a kind of light and hollow sweet drop made of sugarcandy or treacle. ~শয্যা n. (lit.) a bed of flowers, a flower-strewn bed; the Hindu ceremony on the third night of the marriage when the bridegroom and the bride are to sleep on a bed of flowers. ~শর same as ফুলবাণ । ~হার same as ফুলডোর । shadhu 2nd person ordinary present simple tense of ফোলা: ফোলা [ phōlā ] v pop. var. of ফুলা (v.). shadhu 2nd person ordinary present imperative tense of ফোলা: ফোলা [ phōlā ] v pop. var. of ফুলা (v.).
Samsad Bangla Abhidhan
ফুল1 [ phula1 ] বিণ. 1 পুরো মাপের (ফুলহাতা, ফুলশার্ট); 2 পুরো মূল্যের (ফুলটিকিট)। [ইং. full]। ফুল2 [ phula2 ] বি. 1 কুসুম, পুষ্প, উদ্ভিদের যে বর্ণময় এবং কখনো কখনো গন্ধযুক্ত অংশ থেকে বীজ ও ফলের উৎপত্তি হয়; 2 ফুলের মতো নকশা (ফুল-কাটা বাসন, কাপড়ে ফুল তোলা); 3 জরায়ু ও সন্তানের নাভির সঙ্গে যে মাংসপিণ্ড সংযুক্ত থাকে, গর্ভকুসুম, অমরা, placenta. [সং. ফুল্ল]। ~কচি বিণ. একেবারে বা খুব কচি (ফুলকচি শসা)। ~কপি দ্র কপিফুল-কাটা বিণ. ফুলের মতো নকশা দ্বারা শোভিত। ~কারি বি. কাপড়ে ফুলের নকশা বা বুটির কাজ। ~কোঁচা বি. ধুতির কোঁচা ফুলের মতো করে কুঞ্চিত বা চুনট করা। ~খড়ি দ্র খড়ি। ~ঝাড়ু বি. ঝাউ গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঝাঁটাবিশেষ। ~ঝুরি বি. আতশবাজিবিশেষ যা থেকে ফুলের মতো আগুনের ফুলকি বার হয়। ~টুসকি, ~টুসি বিণ. (ফুল দিয়ে টসকে দেওয়া যায় এমন) নরম বা তুলতুলে। ~ডোর বি. ফুলের মালা। ফুলতোলা বিণ. ফুলের মতো নকশা দিয়ে কারুকার্য করা হয়েছে এমন। ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা; বস্ত্রাদিতে ফুলের নকশা রচনা করা। ~দানি, ~দান বি. ফুল সাজিয়ে রাখার পাত্রবিশেষ। ~দার বিণ. ফুলের নকশাযুক্ত। ~দোল বি. বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের পুষ্পসজ্জিত দোলায় দোলনযাত্রা। ~ধনু, ~বাণ, ~শর বি. 1 কামদেবের পুষ্পযুক্ত ধনুক; 2 কামদেব, মদন, কন্দর্প। ফুল পড়া বি. ক্রি. প্রসবের পরে গর্ভস্থ ফুল স্খলিত হওয়া। ~বাতাসা বি. ফুলের মতো হালকা বাতাসা। ~বাবু বি. অত্যন্ত শৌখিন লোক। ~মালা বি. ফুল দিয়ে তৈরি মালা। ~শয্যা বি. 1 কুসুমাবৃত শয্যা; 2 বিবাহের পর নবদম্পতির প্রথমবার একত্র ফুল ছড়ানো বিছানায় শয়নরুপ অনুষ্ঠান। ~শেজ বি. ফুলশয্যা ('সেখানে কি ফুলশেজে মিশে যাবে দুটি কায়া': স. দ.)। ~সজ্জা বি. ফুল দিয়ে অলংকরণ। ~সাজ বি. ফুল দিয়ে সাজা, ফুলসজ্জা। ~হার বি. ফুলের মালা। ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া ক্রি. বি. অতি সামান্য কারণে কাতর হওয়া। ফুলকারি [ phulakāri ] দ্র ফুল

Processing time: 0.41 s