ফুরানো definitions

Bangla-Tangla Dictionary
ফুরানো [variant of ফুরোনো]; to run out of something
Samsad Bengali-English Dictionary
ফুরানো [ phurānō ] v to terminate, to end (দিন ফুরানো, পথ ফুরানো) ; to conclude, to close (গল্প ফুরানো) ; to be spent or exhausted or consumed (টাকা বা শক্তি বা খাবার ফুরানো) ; to cease to exist, to be lost (আশা ফুরানো) .
Samsad Bangla Abhidhan
ফুরা [ phurā ] ক্রি. ফুরানো। [সং. পূরি]। ~নো ক্রি. বি. 1 শেষ বা অবসান হওয়া (দিন ফুরানো); 2 সমাপ্ত হওয়া (গল্প ফুরানো); 3 ব্যয়িত বা নিঃশেষ হওয়া (টাকা ফুরানো); 4 ফুরন করা, ঠিকে চুক্তি করা (মজুরি ফুরানো)। ফুরিয়ে যাওয়া ক্রি. বি. ফুরানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।

Processing time: 0.4 s