Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
ফুটানো definitions
Bangla-Tangla Dictionary
ফুটানো – to pierce, to cause to boil, to cause to bloom
Samsad Bengali-English Dictionary
ফুটানো, ফোটানো [ phuṭānō, phōṭānō ] v to cause to bloom or blossom or blow; to cause to rise or appear or spread; to open; to cause to effervesce or rise in bubbles as a result of boiling; to boil or cook; to cause to burst open by frying; to express; to cause to utter intelligibly; to unfold, to make distinct or manifest; to pierce.
Samsad Bangla Abhidhan
ফুটা2, (কথ্য) ফোটা [ phuṭā2, (kathya) phōṭā ] ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, 'জনতার মুখে ফোটো বিদ্যুৎ-বাণী': সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে); 7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা); 9 ফুটানো। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ফুট্ (< সং. স্ফুট্) + আ]। ~নো ক্রি. বি. 1 প্রস্ফুটিত করা; 2 প্রথম উন্মীলিত করা; 3 ধ্বনিত করা; 4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা; 5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা); 6 বিদ্ধ করা; 7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো); 8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, না ফোটা ডাল; আ-ফোটা কথা)।ফুটানো [ phuṭānō ] দ্র ফুটা2।