ফাঁকি definitions

Bangla-Tangla Dictionary
ফাঁকি [noun] shirking (+ দেওয়া = to shirk)
Samsad Bengali-English Dictionary
ফাঁকি [ phān̐ki ] n deception, evasion, eye-wash, hoodwinking; a hoax (শুভন্করের ফাঁকি) ; a fraud; a fallacy, sophistry (ন্যায়ের ফাঁকি) ; a quibble; secret or unnoticeable neglect (কাজে ফাঁকি). ফাঁকি দেওয়া . v. to deceive, to evade, to hoodwink; to hoax; to cheat; to quibble; to give the slip; to neglect unnoticeably or slyly. ফাঁকিতে পড়া v. to be deceived or cheated; to be omitted (যার দাবি সবার আগে তাকেই ফাঁকি ?). ~ঝুকি n. deception, evasion, eye-wash; neglect or perfunc toriness (ফাঁকিঝুকি দিয়ে কাজ). ~বাজ a. deceitful, evasive; neglectful though undetected, slyly neglectful; shirking. ~বাজি n. practice of deception or evasion; eye-wash; hoax; a fallacy; a sophistry; a quibble; sly neglectful ness; shirking. ফাঁকিবাজি করা same as ফাঁকি দেওয়া ।
Samsad Bangla Abhidhan
ফাঁকি [ phān̐ki ] বি. 1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (চালাকি করতে গিয়ে সে নিজেই ফাঁকিতে পড়েছে); 2 ধাপ্পা, ধোঁকা (তাকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়); 3 কর্তব্যে অবহেলা (কাজে ফাঁকি দেওয়া তাঁর স্বভাববিরুদ্ধ); 4 কূটতর্ক (ন্যায়ের ফাঁকি); 5 গুঁড়ো, সূক্ষ্ম চূর্ণ। [মুণ্ডা. ফাঙ্ক > বাং. ফাঁক + ই-তু. সং. ফক্কিকা]। ~বাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু। ~বাজি বি. ফাঁকিবাজের আচরণ; প্রবঞ্চনা; কাজে অবহেলা।

Processing time: 0.4 s