Bangla-Tangla Dictionary
ফলা – to bear fruit
2nd person intimate present imperative tense of ফলানো:
ফলানো
– to cause to bear fruit
Samsad Bengali-English Dictionary
ফলা1 [ phalā1 ] n a blade (অস্ত্রের ফলা); a thin and tapering end or head (তিরের ফলা); the system of forming compound or con junct letters of two (or more) consonants (য-ফলা, র-ফলা); any of the con sonantal symbols added to another letter (such as. -য্য,).
ফলা2 [ phalā2 ] v to fructuate, to bear fruit (গাছটা ফলেছে); to grow (আম ফলেছে, ধান ফলেছে); to come true (কথা ফলা); to follow as a consequence (কর্মের ফল ফলা). ☐ a. (chiefly used as a sfx.) fructuating (দোফলা) ।
2nd person intimate present imperative tense of ফলানো:
ফলানো [ phalānō ] v to fructify (আমগাছে জাম ফলানো) ; to grow (ধান ফলানো) ; to exaggerate or magnify (লেখায় রং ফলানো) ; (facet.) to assert oneself (নে, আর ফলাসনি) ।
Samsad Bangla Abhidhan
ফলা1 [ phalā1 ] বি. পলক, তীক্ষ্ণ প্রান্ত; 2 ব্যঞ্জনবর্ণের সঙ্গে যোজ্য ব্যঞ্জনবর্ণের চিহ্ন (র-ফলা, য-ফলা)। [সং. ফলক]।
ফলা2 [ phalā2 ] ক্রি. 1 উৎপন্ন হওয়া (পাপের ফল একদিন ফলবেই); 2 ফলবান হওয়া (বেশি ফল ফললে গাছ নুয়ে পড়ে); 3 সত্য হওয়া (আমার কথাটা ফলে গেছে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. (সচ. সংখ্যাবাচক শব্দের শেষে যুক্ত হলে) ফলবান; ফলপ্রসু (দোফলা গাছ); ফলন্ত। [সং. ফল + বাং. আ-তু. হি. √ ফলা]।
2nd person intimate present imperative tense of ফলানো:
ফলানো [ phalānō ] ক্রি. বি. 1 উৎপাদন করা, জন্মানো (ফসল ফলানো); 2 ফুটিয়ে তোলা, পরিস্ফুট করা (রং ফলানো); 3 জাহির করা (বিদ্যা ফলানো, জারিজুরি ফলানো)। ☐ বিণ. উৎপাদিত; পরিস্ফুট করা হয়েছে এমন; জাহির করা হয়েছে এমন। [সং. ফল + বাং. আনো]।