Bangla-Tangla Dictionary
প্রাণপণে – [adverb] making a life-or-death effort [derivation: প্রাণ + পণ + এ]
locative of প্রাণপণ:
প্রাণপণ
– life-or-death effort [derivation: প্রাণ + পণ]
Samsad Bengali-English Dictionary
প্রাণ [ prāṇa ] n life; the first of the five vital airs (namely, প্রাণ অপান সমান উদান and ব্যান) or these five airs collectively; life breath; breath; heart, earnest desire ('প্রাণ চায় চক্ষু না চায়'); vitality, vigour, vivacity (কাজে প্রাণ নেই); (in endearment) an extremely beloved person. প্রাণ ওষ্ঠাগত হওয়া v. (rare) to feel like dying; (fig. & pop.) to be extremely harassed or troubled or irritated. প্রাণ খোলা v. to open one's heart, to speak out one's heart. প্রাণ থাকা v. to remain alive. প্রাণ দেওয়া same as প্রাণদান করা । প্রাণ নেওয়া v. to kill; to torture almost to the point of killing. প্রাণ পাওয়া same as প্রাণলাভ হওয়া । প্রাণ বাঁচা same as প্রাণরক্ষা হওয়া । প্রাণ বাঁচানো same as প্রাণরক্ষা করা । প্রাণ বার করা v. to make one out of breath, to exasperate beyond endurance. প্রাণ বার হওয়া, প্রাণ যাওয়া v. to breathe one's last; to become out of breath; to be exasperated. প্রাণ নেওয়া v. to take one's life; to kill. প্রাণ হারানো v. to lose one's life, to die; to be killed. ~কৃষ্ণ n. Krishna (কৃষ্ণ) who is regarded by a devotee or a lover as dear as life; (fig.) a favourite or lover as dear as one's life. ~খোলা a. open-hearted, frank, candid, hearty. ~গত a. lying in one's heart of hearts; inmost; sincere. ~গতিক a. concerning one's life or living; bodily, physical. ~ঘাতী a. life-killing; murderous; deadly, fatal. ~চঞ্চল a. lively, sprightly, vivacious. ~চাঞ্চল্য n. liveliness, vivaciousness, sprightliness. ~ত্যাগ n. death. প্রাণত্যাগ করা v. to die. ~দ a. life-giving; animating, invigorating; resuscitant; life-saving. ~দন্ড n. death sentence, a lifer, capital punishment. প্রাণদন্ড দেওয়া v. to sentence (one) to death, to award capital punishment. প্রাণদা fem. of ~দ । ~দাতা n. a giver of life; an animator, an invigorator; a resuscitant, a resuscitator. fem. প্রাণদাত্রী । ~দান n. infusion of life (into); animation; invigoration; resuscitation; saving of life. ~দান করা v. to infuse life (into); to give life (to); to animate, to invigorate; to give back one's life, to resuscitate; to save one's life; to sacrifice one's life, to give up one's life. ~দায়ক same as প্রাণদ । fem. প্রাণদায়িকা । ~ধারণ n. act of living; sustenance of oneself. প্রাণধারণ করা v. to live; to sustain one self. ~নাথ same as প্রাণেশ্বর । ~নাশ same as প্রাণবধ । ~নাশক same as প্রাণঘাতী । ~পণ n. resolve of doing something even at the cost of one's life. ~পণে adv. staking one's life, even at the cost of one's life. ~পতি same as প্রাণেশ্বর । ~পাখি n. the bird of life imprisoned in the cage of the body; life; life-breath. প্রণপাত করা v. to wreck or lay down or sacrifice one's life; to strain all one's energies. ~পূর্ণ same as প্রাণবন্ত । ~প্রতিম a. resembling life; as dear as life. ~প্রতিমা n. the idol of one's life; a woman or girl as dear as one's life. ~প্রতিষ্ঠা n. the rite of investing an idol with life, (cp.) consecration; infusion of life (into), activization (as of an organization). প্রাণ প্রতিষ্ঠা করা v. (eccl.) to invest (an idol) with life, to consecrate; to infuse life into (an organization); to activize. ~প্রদ same as প্রাণদ । ~প্রিয় a. as dear as life; an object of deep affection; dearer than life. ~বঁধু n. a lover as dear as one's life, a sweetheart. ~বধ n. killing or slaying, manslaughter. প্রাণবধ করা v. to kill, to slay, to take a life. ~বন্ত a. living, alive; animate; lively; vivacious. sprightly; cordial, genial; volatile, active. ~বন্ততা n. the state of being alive or living; animation; liveliness, vivacity, sprightliness; cordiality, geniality, volatility, fullness of activity. ~বল্লভ same as প্রাণেশ্বর । ~বান same as প্রাণচঞ্চল । ~বায়ু n. life-breath; the first of the five vital airs (namely প্রাণ অপান, সমান, উদান and ব্যান) or all these airs collectively. প্রাণবায়ু বার হওয়া v. to breathe one's last, to die. ~বিয়োগ n. death. প্রাণবিয়োগ হওয়া v. to die. ~বিসর্জন n. sacrifice of one's life. প্রাণবিসর্জন দেওয়া v. to sacrifice one's life. ~ভয় n. fear of losing one's life, fear of life. ~ভয়ে adv. for fear of life. ~ময় a. same as প্রাণবন্ত , and also—the sole object of one's life. fem. প্রাণময়ী । প্রাণময় কোষ (Hindu phil.) the life-cell of the body. প্রাণরক্ষা করা v. to save one's life; to sustain. প্রাণরক্ষা হওয়া v. to be saved from death; to be saved; to sustain oneself. ~লাভ n. act of coming or coming back to life. প্রাণলাভ করা v. to come or come back to life. ~শূন্য a. lifeless; inanimate; lacking in liveliness or vivacity or sprightliness, dull, lacking in cordiality or geniality, cold, inactive, lethargic; callous. ~সংকট same as প্রাণসংশয় । ~সংশয় n. possibility of losing one's life, risk or hazard or peril of one's life. ~সংহার same as প্রাণবধ । ~সখা n. a bosom friend. ~সঞ্চার same as প্রাণদান । ~সম a. equal to life. ~হন্তা n. a slayer, a killer; a murderer (fem. a murderess). fem. ~হন্ত্রী । ~হর, ~হারক, ~হারী same as প্রাণঘাতী । fem. ~হরা, ~হারিকা, ~হারিণী । ~হীন same as প্রাণশূন্য । প্রাণাত্যয় n. destruction or loss of life, death; time of death or of loss of life. প্রাণাধিক a. dearer than one's life. fem. প্রাণাধিকা । প্রাণান্ত n. termination of life, death. প্রাণান্তকর a. causing death or termination of life; (fig.) extremely toilsome or causing extreme suffering. প্রাণান্ত পরিচ্ছেদ n. that which ends in or ex tends up to death; (fig.) extreme toil or suffering. প্রাণান্ত-পরিশ্রম n. extremely toilsome work, hard toil (likely to cost a person his life.) প্রাণেশ, প্রাণেশ্বর n. the lord of one's life; a husband; a lover. প্রাণেশ্বরী n. fem. the mistress of one's life; a wife; a ladylove, a sweetheart. প্রাণোৎসর্গ n. sacrifice of one's life. প্রাণোৎসর্গ করা v. to sacrifice one's life.
locative of প্রাণপণ:
প্রাণ [ prāṇa ] n life; the first of the five vital airs (namely, প্রাণ অপান সমান উদান and ব্যান) or these five airs collectively; life breath; breath; heart, earnest desire ('প্রাণ চায় চক্ষু না চায়'); vitality, vigour, vivacity (কাজে প্রাণ নেই); (in endearment) an extremely beloved person. প্রাণ ওষ্ঠাগত হওয়া v. (rare) to feel like dying; (fig. & pop.) to be extremely harassed or troubled or irritated. প্রাণ খোলা v. to open one's heart, to speak out one's heart. প্রাণ থাকা v. to remain alive. প্রাণ দেওয়া same as প্রাণদান করা । প্রাণ নেওয়া v. to kill; to torture almost to the point of killing. প্রাণ পাওয়া same as প্রাণলাভ হওয়া । প্রাণ বাঁচা same as প্রাণরক্ষা হওয়া । প্রাণ বাঁচানো same as প্রাণরক্ষা করা । প্রাণ বার করা v. to make one out of breath, to exasperate beyond endurance. প্রাণ বার হওয়া, প্রাণ যাওয়া v. to breathe one's last; to become out of breath; to be exasperated. প্রাণ নেওয়া v. to take one's life; to kill. প্রাণ হারানো v. to lose one's life, to die; to be killed. ~কৃষ্ণ n. Krishna (কৃষ্ণ) who is regarded by a devotee or a lover as dear as life; (fig.) a favourite or lover as dear as one's life. ~খোলা a. open-hearted, frank, candid, hearty. ~গত a. lying in one's heart of hearts; inmost; sincere. ~গতিক a. concerning one's life or living; bodily, physical. ~ঘাতী a. life-killing; murderous; deadly, fatal. ~চঞ্চল a. lively, sprightly, vivacious. ~চাঞ্চল্য n. liveliness, vivaciousness, sprightliness. ~ত্যাগ n. death. প্রাণত্যাগ করা v. to die. ~দ a. life-giving; animating, invigorating; resuscitant; life-saving. ~দন্ড n. death sentence, a lifer, capital punishment. প্রাণদন্ড দেওয়া v. to sentence (one) to death, to award capital punishment. প্রাণদা fem. of ~দ । ~দাতা n. a giver of life; an animator, an invigorator; a resuscitant, a resuscitator. fem. প্রাণদাত্রী । ~দান n. infusion of life (into); animation; invigoration; resuscitation; saving of life. ~দান করা v. to infuse life (into); to give life (to); to animate, to invigorate; to give back one's life, to resuscitate; to save one's life; to sacrifice one's life, to give up one's life. ~দায়ক same as প্রাণদ । fem. প্রাণদায়িকা । ~ধারণ n. act of living; sustenance of oneself. প্রাণধারণ করা v. to live; to sustain one self. ~নাথ same as প্রাণেশ্বর । ~নাশ same as প্রাণবধ । ~নাশক same as প্রাণঘাতী । ~পণ n. resolve of doing something even at the cost of one's life. ~পণে adv. staking one's life, even at the cost of one's life. ~পতি same as প্রাণেশ্বর । ~পাখি n. the bird of life imprisoned in the cage of the body; life; life-breath. প্রণপাত করা v. to wreck or lay down or sacrifice one's life; to strain all one's energies. ~পূর্ণ same as প্রাণবন্ত । ~প্রতিম a. resembling life; as dear as life. ~প্রতিমা n. the idol of one's life; a woman or girl as dear as one's life. ~প্রতিষ্ঠা n. the rite of investing an idol with life, (cp.) consecration; infusion of life (into), activization (as of an organization). প্রাণ প্রতিষ্ঠা করা v. (eccl.) to invest (an idol) with life, to consecrate; to infuse life into (an organization); to activize. ~প্রদ same as প্রাণদ । ~প্রিয় a. as dear as life; an object of deep affection; dearer than life. ~বঁধু n. a lover as dear as one's life, a sweetheart. ~বধ n. killing or slaying, manslaughter. প্রাণবধ করা v. to kill, to slay, to take a life. ~বন্ত a. living, alive; animate; lively; vivacious. sprightly; cordial, genial; volatile, active. ~বন্ততা n. the state of being alive or living; animation; liveliness, vivacity, sprightliness; cordiality, geniality, volatility, fullness of activity. ~বল্লভ same as প্রাণেশ্বর । ~বান same as প্রাণচঞ্চল । ~বায়ু n. life-breath; the first of the five vital airs (namely প্রাণ অপান, সমান, উদান and ব্যান) or all these airs collectively. প্রাণবায়ু বার হওয়া v. to breathe one's last, to die. ~বিয়োগ n. death. প্রাণবিয়োগ হওয়া v. to die. ~বিসর্জন n. sacrifice of one's life. প্রাণবিসর্জন দেওয়া v. to sacrifice one's life. ~ভয় n. fear of losing one's life, fear of life. ~ভয়ে adv. for fear of life. ~ময় a. same as প্রাণবন্ত , and also—the sole object of one's life. fem. প্রাণময়ী । প্রাণময় কোষ (Hindu phil.) the life-cell of the body. প্রাণরক্ষা করা v. to save one's life; to sustain. প্রাণরক্ষা হওয়া v. to be saved from death; to be saved; to sustain oneself. ~লাভ n. act of coming or coming back to life. প্রাণলাভ করা v. to come or come back to life. ~শূন্য a. lifeless; inanimate; lacking in liveliness or vivacity or sprightliness, dull, lacking in cordiality or geniality, cold, inactive, lethargic; callous. ~সংকট same as প্রাণসংশয় । ~সংশয় n. possibility of losing one's life, risk or hazard or peril of one's life. ~সংহার same as প্রাণবধ । ~সখা n. a bosom friend. ~সঞ্চার same as প্রাণদান । ~সম a. equal to life. ~হন্তা n. a slayer, a killer; a murderer (fem. a murderess). fem. ~হন্ত্রী । ~হর, ~হারক, ~হারী same as প্রাণঘাতী । fem. ~হরা, ~হারিকা, ~হারিণী । ~হীন same as প্রাণশূন্য । প্রাণাত্যয় n. destruction or loss of life, death; time of death or of loss of life. প্রাণাধিক a. dearer than one's life. fem. প্রাণাধিকা । প্রাণান্ত n. termination of life, death. প্রাণান্তকর a. causing death or termination of life; (fig.) extremely toilsome or causing extreme suffering. প্রাণান্ত পরিচ্ছেদ n. that which ends in or ex tends up to death; (fig.) extreme toil or suffering. প্রাণান্ত-পরিশ্রম n. extremely toilsome work, hard toil (likely to cost a person his life.) প্রাণেশ, প্রাণেশ্বর n. the lord of one's life; a husband; a lover. প্রাণেশ্বরী n. fem. the mistress of one's life; a wife; a ladylove, a sweetheart. প্রাণোৎসর্গ n. sacrifice of one's life. প্রাণোৎসর্গ করা v. to sacrifice one's life.
Samsad Bangla Abhidhan
প্রাণ [ prāṇa ] বি. 1 জীবন (প্রাণহীন দেহ); 2 শ্বাসরূপে গৃহীত বায়ু, দম (অল্পপ্রাণ, মহাপ্রাণ); 3 দেহস্থ পঞ্চবায়ু যথা প্রাণ অপান সমান উদান ও ব্যান; 4 জীবনীশক্তি; 5 মন, চুত্ত, হৃদয় ('প্রাণ চায়, চক্ষু না চায়': রবীন্দ্র); 6 আন্তরিকতা, স্ফূর্তি, সজীবতা (প্রাণবন্ত মানুষ, প্রাণহীন গান, প্রাণহীন রচনা)। [সং. প্র + √ অন্ + অ]। প্রাণ উড়ে যাওয়া ক্রি. ভয়ে মৃতপ্রায় হওয়া। প্রাণ ওষ্ঠাগত হওয়া ক্রি. অত্যন্ত কষ্টকর অবস্থায় পড়া। ~কান্ত বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি; প্রেমিক। ~কৃষ্ণ বি. 1 প্রাণসম প্রিয় শ্রীকৃষ্ণ; 2 (আল.) পরম আদরের পাত্র। ~খোলা বিণ. অকপট; উদার; উদাত্ত (প্রাণখোলা হাসি)। ~গত বিণ. মনোগত; আন্তরিক। ~গতিক বিণ. 1 জীবন বা জীবনযাত্রা-সম্বন্ধীয়; 2 শারীরিক। ~ঘাতী (-তিন্) বিণ. মৃত্যু ঘটায় এমন। ~চঞ্চল বিণ. প্রাণবন্ত, সজীব (প্রাণচঞ্চল ছেলে)। ~তুল্য বিণ. জীবনের মতো প্রিয় বা মূল্যবান। ~ত্যাগ বি. মৃত্যু; মৃত্যুবরণ বা জীবন বিসর্জন। প্রাণ থাকা ক্রি. বি. বেঁচে থাকা (প্রাণ থাকতে এটা হতে দেব না)। ~দণ্ড বি. মৃত্যুদণ্ড; অপরাধের জন্য মৃত্যুরূপে শাস্তি। ~দাতা (-তৃ) বিণ. জীবনরক্ষাকারী। স্ত্রী. ~দাত্রী। ~দান বি. জীবনরক্ষা; মৃত্যুর হাত থেকে বাঁচানো। ~দায়ী (-য়িন্) বিণ. জীবন বাঁচায় এমন (প্রাণদায়ী ওষুধ)। প্রাণ দেওয়া ক্রি. বি. 1 স্বেচ্ছায় মৃত্যু বরণ করা; 2 পরের জীবন রক্ষা করা। ~নাথ বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি। ~নাশ বি. বধ, হত্যা। প্রাণ নেওয়া ক্রি. বি. বধ করা। ~পণ বিণ. নিজের প্রাণ পর্যন্ত পণ করে কার্যসাধনের সংকল্পযুক্ত (প্রাণপণ চেষ্টা)। প্রাণপণে ক্রি-বিণ. প্রাণকে পণ করে, সর্বশক্তি দিয়ে ('প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল': সুকান্ত)। ~পতি বি. হৃদয়েশ্বর; স্বামী। ~পাখি বি. খাঁচায় বদ্ধ পাখির মতো দেহগত প্রাণ। ~পাত বি. 1 মৃত্যু; 2 মৃত্যুতুল্য পরিশ্রম বা কষ্ট ('যারা প্রাণপাতে কঠিন মাটিতে ফলায় ফসল ফল': স. দ.)। ~পূর্ণ বিণ. প্রাণবন্ত; সজীব, জীবন্ত। ~প্রতিম বিণ. প্রাণতুল্য, প্রাণের মতো প্রিয় (প্রাণপ্রতিম বন্ধু)। ~প্রতিষ্ঠা বি. 1 মন্ত্রপাঠ করে প্রতিমায় দেবতাকে অধিষ্ঠিত করা (মূর্তির প্রাণপ্রতিষ্ঠা); 2 (আল.) জীবন্ত করা। ~প্রদ বিণ. জীবনদায়ক; বলদায়ক। ~প্রিয় বিণ. প্রাণের সমান প্রিয়। ~বঁধু বি. সখা; অতি প্রিয় বন্ধু। ~বন্ত বিণ. জীবন্ত; উৎসাহ-উদ্দীপনাযুক্ত; প্রাণচঞ্চল, স্ফূর্তিযুক্ত। ~বল্লভ: বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি। ~বান (-বৎ) বিণ. প্রাণবন্ত। ~বায়ু বি. 1 দেহস্থ পঞ্চবায়ু; 2 জীবন্ত প্রাণীর নিশ্বাস-প্রশ্বাস। ~বিয়োগ বি. মৃত্যু। ~বিসর্জন বি. মৃত্যুবরণ। ~ময় বিণ. জীবন্ত, সজীব; স্ফূর্তিযুক্ত; প্রাণবন্ত। স্ত্রী. ~ময়ী। প্রাণময় কোষ পঞ্চপ্রাণ ও পঞ্চকর্মেন্দ্রিয়ময় শরীরস্থ আধারবিশেষ। প্রাণ যাওয়া ক্রি. বি. 1 মৃত্যু হওয়া; 2 অত্যন্ত কষ্ট হওয়া। ~শক্তি বি. জীবনীশক্তি; বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি; প্রাণময়তা। ~শূন্য, ~হীন বিণ. মৃত; জড়; উদ্যমহীন; হৃদয়হীন। ~সংশয়, ~সংকট বি. মৃত্যুর আশঙ্কা, জীবনসংকট। ~সংহার বি. হত্যা, বধ। ~সঞ্চার বি. মৃত জড় বা অচেতন দেহকে সজীব করা; (আল.) উৎসাহ বা প্রেরণা দান। ~স্পন্দন বি. সজীবতা, জীবনের অস্তিত্ব। ~হন্তা (ন্তৃ) বিণ. হত্যাকারী। স্ত্রী. ~হন্ত্রী। ~হর, ~হারক, ~হারী (-রিন্) বিণ. জীবননাশক; সাংঘাতিক। স্ত্রী. ~হরা, ~হারিকা, ~হারিণী। ~হীন বিণ. প্রাণশূন্য -র অনুরূপ। প্রাণাতি-পাত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট। প্রাণাত্যয় বি. মৃত্যু; মৃত্যুর সময়। প্রাণিধিক বিণ. প্রাণের চেয়েও বেশি প্রিয়, অত্যন্ত স্নেহভাজন বা প্রীতিভাজন। প্রাণান্ত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট ('প্রাণ রাখিতে সদাই প্রাণান্ত': দ্বি. রা.)। প্রাণান্ত পরিচ্ছেদ মৃত্যুতে যার শেষ; (গৌণ অর্থে) অশেষ পরিশ্রম বা কষ্ট। প্রাণান্তিক, প্রাণান্ত-কর বিণ. যাতে মৃত্যু ঘটতে পারে, মৃত্যুতুল্য অর্থাৎ ভয়ানক (প্রাণান্তকর পরিশ্রম, প্রাণান্তিক বেদনা)। প্রাণে মারা ক্রি. বি. মৃত্যু ঘটানো, হত্যা করা, মেরে ফেলা। প্রাণের প্রাণ (আল.) প্রাণাধিক প্রিয় ব্যক্তি। প্রাণেশ, প্রাণেশ্বর বি. 1 জীবনের অধীশ্বর; 2 স্বামী, পতি; 3 প্রেমিক। প্রাণোচ্ছল বিণ. প্রাণবন্ত, প্রফুল্লতাযুক্ত ও আবেগময়। প্রাণোৎ-সর্গ বি. জীবনদান, মৃত্যুবরণ।
locative of প্রাণপণ:
প্রাণ [ prāṇa ] বি. 1 জীবন (প্রাণহীন দেহ); 2 শ্বাসরূপে গৃহীত বায়ু, দম (অল্পপ্রাণ, মহাপ্রাণ); 3 দেহস্থ পঞ্চবায়ু যথা প্রাণ অপান সমান উদান ও ব্যান; 4 জীবনীশক্তি; 5 মন, চুত্ত, হৃদয় ('প্রাণ চায়, চক্ষু না চায়': রবীন্দ্র); 6 আন্তরিকতা, স্ফূর্তি, সজীবতা (প্রাণবন্ত মানুষ, প্রাণহীন গান, প্রাণহীন রচনা)। [সং. প্র + √ অন্ + অ]। প্রাণ উড়ে যাওয়া ক্রি. ভয়ে মৃতপ্রায় হওয়া। প্রাণ ওষ্ঠাগত হওয়া ক্রি. অত্যন্ত কষ্টকর অবস্থায় পড়া। ~কান্ত বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি; প্রেমিক। ~কৃষ্ণ বি. 1 প্রাণসম প্রিয় শ্রীকৃষ্ণ; 2 (আল.) পরম আদরের পাত্র। ~খোলা বিণ. অকপট; উদার; উদাত্ত (প্রাণখোলা হাসি)। ~গত বিণ. মনোগত; আন্তরিক। ~গতিক বিণ. 1 জীবন বা জীবনযাত্রা-সম্বন্ধীয়; 2 শারীরিক। ~ঘাতী (-তিন্) বিণ. মৃত্যু ঘটায় এমন। ~চঞ্চল বিণ. প্রাণবন্ত, সজীব (প্রাণচঞ্চল ছেলে)। ~তুল্য বিণ. জীবনের মতো প্রিয় বা মূল্যবান। ~ত্যাগ বি. মৃত্যু; মৃত্যুবরণ বা জীবন বিসর্জন। প্রাণ থাকা ক্রি. বি. বেঁচে থাকা (প্রাণ থাকতে এটা হতে দেব না)। ~দণ্ড বি. মৃত্যুদণ্ড; অপরাধের জন্য মৃত্যুরূপে শাস্তি। ~দাতা (-তৃ) বিণ. জীবনরক্ষাকারী। স্ত্রী. ~দাত্রী। ~দান বি. জীবনরক্ষা; মৃত্যুর হাত থেকে বাঁচানো। ~দায়ী (-য়িন্) বিণ. জীবন বাঁচায় এমন (প্রাণদায়ী ওষুধ)। প্রাণ দেওয়া ক্রি. বি. 1 স্বেচ্ছায় মৃত্যু বরণ করা; 2 পরের জীবন রক্ষা করা। ~নাথ বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি। ~নাশ বি. বধ, হত্যা। প্রাণ নেওয়া ক্রি. বি. বধ করা। ~পণ বিণ. নিজের প্রাণ পর্যন্ত পণ করে কার্যসাধনের সংকল্পযুক্ত (প্রাণপণ চেষ্টা)। প্রাণপণে ক্রি-বিণ. প্রাণকে পণ করে, সর্বশক্তি দিয়ে ('প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল': সুকান্ত)। ~পতি বি. হৃদয়েশ্বর; স্বামী। ~পাখি বি. খাঁচায় বদ্ধ পাখির মতো দেহগত প্রাণ। ~পাত বি. 1 মৃত্যু; 2 মৃত্যুতুল্য পরিশ্রম বা কষ্ট ('যারা প্রাণপাতে কঠিন মাটিতে ফলায় ফসল ফল': স. দ.)। ~পূর্ণ বিণ. প্রাণবন্ত; সজীব, জীবন্ত। ~প্রতিম বিণ. প্রাণতুল্য, প্রাণের মতো প্রিয় (প্রাণপ্রতিম বন্ধু)। ~প্রতিষ্ঠা বি. 1 মন্ত্রপাঠ করে প্রতিমায় দেবতাকে অধিষ্ঠিত করা (মূর্তির প্রাণপ্রতিষ্ঠা); 2 (আল.) জীবন্ত করা। ~প্রদ বিণ. জীবনদায়ক; বলদায়ক। ~প্রিয় বিণ. প্রাণের সমান প্রিয়। ~বঁধু বি. সখা; অতি প্রিয় বন্ধু। ~বন্ত বিণ. জীবন্ত; উৎসাহ-উদ্দীপনাযুক্ত; প্রাণচঞ্চল, স্ফূর্তিযুক্ত। ~বল্লভ: বি. হৃদয়েশ্বর; স্বামী, পতি। ~বান (-বৎ) বিণ. প্রাণবন্ত। ~বায়ু বি. 1 দেহস্থ পঞ্চবায়ু; 2 জীবন্ত প্রাণীর নিশ্বাস-প্রশ্বাস। ~বিয়োগ বি. মৃত্যু। ~বিসর্জন বি. মৃত্যুবরণ। ~ময় বিণ. জীবন্ত, সজীব; স্ফূর্তিযুক্ত; প্রাণবন্ত। স্ত্রী. ~ময়ী। প্রাণময় কোষ পঞ্চপ্রাণ ও পঞ্চকর্মেন্দ্রিয়ময় শরীরস্থ আধারবিশেষ। প্রাণ যাওয়া ক্রি. বি. 1 মৃত্যু হওয়া; 2 অত্যন্ত কষ্ট হওয়া। ~শক্তি বি. জীবনীশক্তি; বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি; প্রাণময়তা। ~শূন্য, ~হীন বিণ. মৃত; জড়; উদ্যমহীন; হৃদয়হীন। ~সংশয়, ~সংকট বি. মৃত্যুর আশঙ্কা, জীবনসংকট। ~সংহার বি. হত্যা, বধ। ~সঞ্চার বি. মৃত জড় বা অচেতন দেহকে সজীব করা; (আল.) উৎসাহ বা প্রেরণা দান। ~স্পন্দন বি. সজীবতা, জীবনের অস্তিত্ব। ~হন্তা (ন্তৃ) বিণ. হত্যাকারী। স্ত্রী. ~হন্ত্রী। ~হর, ~হারক, ~হারী (-রিন্) বিণ. জীবননাশক; সাংঘাতিক। স্ত্রী. ~হরা, ~হারিকা, ~হারিণী। ~হীন বিণ. প্রাণশূন্য -র অনুরূপ। প্রাণাতি-পাত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট। প্রাণাত্যয় বি. মৃত্যু; মৃত্যুর সময়। প্রাণিধিক বিণ. প্রাণের চেয়েও বেশি প্রিয়, অত্যন্ত স্নেহভাজন বা প্রীতিভাজন। প্রাণান্ত বি. মৃত্যু; নিদারুণ কষ্ট ('প্রাণ রাখিতে সদাই প্রাণান্ত': দ্বি. রা.)। প্রাণান্ত পরিচ্ছেদ মৃত্যুতে যার শেষ; (গৌণ অর্থে) অশেষ পরিশ্রম বা কষ্ট। প্রাণান্তিক, প্রাণান্ত-কর বিণ. যাতে মৃত্যু ঘটতে পারে, মৃত্যুতুল্য অর্থাৎ ভয়ানক (প্রাণান্তকর পরিশ্রম, প্রাণান্তিক বেদনা)। প্রাণে মারা ক্রি. বি. মৃত্যু ঘটানো, হত্যা করা, মেরে ফেলা। প্রাণের প্রাণ (আল.) প্রাণাধিক প্রিয় ব্যক্তি। প্রাণেশ, প্রাণেশ্বর বি. 1 জীবনের অধীশ্বর; 2 স্বামী, পতি; 3 প্রেমিক। প্রাণোচ্ছল বিণ. প্রাণবন্ত, প্রফুল্লতাযুক্ত ও আবেগময়। প্রাণোৎ-সর্গ বি. জীবনদান, মৃত্যুবরণ।