প্রসারিত definitions

Bangla-Tangla Dictionary
প্রসারিত – extensive, expansive
Samsad Bengali-English Dictionary
প্রসার [ prasāra ] n width; expanse; extent; expansion (বানিজ্যের প্রসার); spread (শিক্ষার প্রসার). প্রসারণ n. act of stretching (out); extension; expansion; spreading; spread; (phys.) dilatation, dilation. প্রসারণ করা v. to stretch (out); to extend; to expand; to spread; (phys.) to dilate. প্রসারাঙ্ক n. (phys.) the co-efficient of expansion or dilation. প্রসারিত a. stretched (out); extended; expanded; spread (out). প্রসারী a. extending; expanding; expansive; extensive; wide. সূদূর-প্রসারী a. far-reaching, widely extended, far flung (সুদূরপ্রসারী সাম্রাজ্য).
Samsad Bangla Abhidhan
প্রসার [ prasāra ] বি. 1 বিস্তার, বিস্তৃতিলাভ (শিল্পের প্রসার, জ্ঞানের প্রসার); 2 উদারতা (চিত্তের প্রসার); 3 প্রসার; 4 পরিবর্ধন বা সম্প্রসারণ। [সং. প্র + √ সৃ + অ]। ~ বি. প্রসারিত করা বা হওয়া (হস্ত প্রসারণ)। প্রসারিত বিণ. 1 প্রসার লাভ করেছে এমন, বিস্তৃত (কর্মক্ষেত্র প্রসারিত হওয়া); 2 ব্যাপ্ত; 3 পরিবর্ধিত; 4 সম্পাদিত। প্রসারী (-রিন্) বিণ. 1 প্রসার লাভ করে এমন (সুদূরপ্রসারী); 2 ব্যাপক, বিস্তৃত; 3 প্রসারিত করে এমন। স্ত্রী. প্রসারিণীপ্রসার্য বিণ. বিস্তারযোগ্য; প্রসারিত করা যায় এমন। প্রসার্য-মাণ বিণ. প্রসারিত হচ্ছে এমন। প্রসারিত, প্রসারী, প্রসার্য [ prasārita, prasārī, prasārya ] দ্র প্রসার

Processing time: 0.39 s