প্রসব definitions

Bangla-Tangla Dictionary
প্রসব – the bearing of a child (+ করা = to give birth to)
Samsad Bengali-English Dictionary
প্রসব [ prasaba ] n act of bringing forth (a child or young), parturition, delivery; child birth; production; creation; birth. প্রসব করা v. to bring forth; to give birth; (of ten facet.) to produce. প্রসব করানো v. to deliver of a child or young. ~দ্বার n. the passage of childbirth; the valva. প্রসব হওয়া v. to be delivered of a child or young. ~বেদনা n. lobour-pain, travail. প্রসব বেদনা ওঠা v. to be in travail, to be in labour. প্রসবিতা, প্রসবী a. giving birth to; producing ☐ n. a father, a progenitor; a producer. প্রসবিত্রী, প্রসবিনী a. fem. bringing forth; producing. ☐ n. fem. a mother, a progenitress; a (female) producer.
Samsad Bangla Abhidhan
প্রসব [ prasaba ] বি. 1 গর্ভমোচন, গর্ভস্থ সন্তানের ভূমিষ্ঠ হওয়া (যমজ সন্তান প্রসব করা); 2 উৎপাদন; 3 জন্ম, সৃষ্টি; 4 বৃক্ষ বা লতার ফুল ইত্যাদি উৎপাদিত বস্তু ('নমেরু প্রসব')। [সং. প্র + √ সূ + অ]। ~কাল বি. সন্তানের জন্মদান করার সময়। ~কালীন বিণ. প্রসবের সময়ের, প্রসবের সময় ঘটে এমন (প্রসবকালীন সমস্যা)। ~দ্বার বি. গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পথ। ~বেদনা বি. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে প্রসূতির তীব্র বেদনা। প্রসবিতা (-র্তৃ), প্রসবী (-বিন্) বিণ. প্রসবকারী, জন্মদানকারী (ফসলপ্রসবী ক্ষেত্র)। স্ত্রী. প্রসবিত্রী, প্রসবিনী

Processing time: 0.4 s