Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
প্রত্যক্ষদর্শী definitions
Bangla-Tangla Dictionary
প্রত্যক্ষদর্শী – eyewitness
Samsad Bengali-English Dictionary
প্রত্যক্ষ [ pratyakṣa ] a perceptible by senses; perceptible, visible, apparent; manifest, evident, clear; direct (প্রত্যক্ষ করা). ☐ n. senseperception; perception; a percept. প্রত্যক্ষ করাv. to perceive by senses; to perceive directly; to see, to visualize. প্রত্যক্ষ উক্তি (gr.) direct speech or narration. প্রত্যক্ষ দিগন্ত the visible or apparent horizon. প্রত্যক্ষ ফল direct or immediate result or consequence; (loos.) visible consequence. ~করn. a direct tax. ~কারী same as প্রত্যক্ষদর্শী । ~গোচরa. directly perceptible; visible; perceptible by senses. ~জ্ঞানn. direct knowledge. প্রত্যক্ষতadv. apparently. ~দর্শনn. direct perception, visualization, act of seeing with one's own eyes. ~দর্শীa. directly perceiving, visualizing, seeing with one's own eyes. ☐ n. an eye-witness. ~প্রমাণn. visible evidence, direct proof. ~বাদn. materialism; positivism. ~বাদীa. materialistic; positivistic. ☐ n. a materialist; a positivist. প্রত্যক্ষ সাক্ষ্য direct evidence. প্রত্যক্ষী same as প্রত্যক্ষদর্শী । প্রত্যক্ষীকরণn. visualization, witnessing; perception; sense-perception. প্রত্যক্ষীকৃতa. seen with one's own eyes, directly seen, witnessed; perceived; perceived by senses. প্রত্যক্ষীভূতa. visible; directly seen; perceived or perceivable by senses.
Samsad Bangla Abhidhan
প্রত্যক্ষ [ pratyakṣa ] বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাৎ, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)। ☐ বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)। [সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]। প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়। ~কারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন। ~গোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত। ~জ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান। ~তা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা। ~দর্শন বি. সাক্ষাৎ দর্শন, স্বচক্ষে দেখা। ~দর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে। প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ প্রমাণ। ~ফল বি. কারণ থেকে সরাসরি উদ্ভূত ফল অর্থাৎ যে ফলের কারণ স্পষ্ট বোঝা যায়। ~বাদ বি. জড়বাদ; দেহাত্মবাদ, positivism. ~বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদ বা দেহাত্মবাদ বিশ্বাসী। প্রত্যক্ষী (-ক্ষিন্) বিণ. প্রত্যক্ষকারী। প্রত্যক্ষী-কৃত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ করা হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-করণ। প্রত্যক্ষী-ভূত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-ভবন।