প্রতীক definitions

Bangla-Tangla Dictionary
প্রতীক – sign, symbol
Samsad Bengali-English Dictionary
প্রতীক [ pratīka ] n a symbol; a sign. ~বাদ, ~তা n. symbolism. প্রতীক ধর্মঘট a token strike. প্রতীকী a. symbolic, symbolical. প্রতীকিতা n. symbolism.
Samsad Bangla Abhidhan
প্রতীক [ pratīka ] বি. 1 অবয়ব, অঙ্গ; 2 প্রতিমা; 3 চিহ্ন; 4 ঈশ্বর ইত্যাদি অকল্পনীয় বা বিরাট ব্যাপারের কল্পনার সহায়ক বস্তু বা রূপ, (প্রতীক-উপাসনা)। ☐ বিণ. প্রতিকূল। [সং. প্রতি + √ ই + ঈক]। ~তা, ~বাদ, প্রতীকী-বাদ বি. সাহিত্যে, বিশেষত কাব্যে, সংকেত দ্বারা ভাবপ্রকাশের পদ্ধতি বা রীতি, symbolism. প্রতীকী বিণ. 1 সংকেতময়, ইঙ্গিতময়; 2 সাংকেতিক, symbolic ('ছাই হয়ে গেছে প্রতীকী স্বর্ণলঙ্কা': সু. দ.)।

Processing time: 0.4 s