Omit Bangla-Tangla Dictionary Omit Samsad Bengali-English Dictionary Omit Samsad Bangla Abhidhan Omit conjugations and other variants Maximum matches to return
প্রজা definitions
Bangla-Tangla Dictionary
প্রজা – subject
Samsad Bengali-English Dictionary
প্রজা [ prajā ] n created beings, creatures; off spring, progeny, a descendant; citizens collectively, the people; a citizen; a tenant, a ryot; a subject; the public. ~তন্ত্রn. a republic. ~তন্ত্রীa. republican. ~পতিn. (myth.) the creator or protector of all living creatures; Brahma (ব্রহ্মা); any one of the ten sons of Brahma (ব্রহ্মা); the butterfly. প্রজাপতির নির্বন্ধ an ordinance or regulation of the creator or protector of living creatures; (loos.) predestination in marriage. ~পালকn. a ruler, a king. ~পালনn. act of protecting or ruling the people. প্রজাপালন করা v. to rule over and look after the people. ~পীড়কa. oppressive, tyrannical. ☐ n. an oppressor; a tyrant. ~পীড়নn. oppression of subjects, tyranny. ~বতীa. fem. having children or offspring. ~বর্গn. the whole body of subjects or citizens, the people; the tenantry. ~বিলিn. act or system of leasing out land and houses on fixed rents and terms. ~বৃদ্ধিn. multiplication of a race; increase or growth of population. ~রঞ্জনn. endeavour to please the people or subjects. ☐ a. devoted to please the people or subjects. ~শক্তিn. (pol.) the power of the people of a state, the popular power. ~স্বত্বn. the right of a subject (to land); the right of the people (to land). ~হিতn. the wellbeing or good of the subjects.
Samsad Bangla Abhidhan
প্রজা [ prajā ] বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ~তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ~তান্ত্রিক, ~তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ~পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ~পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ~বতী বিণ. সন্তানবতী। ☐ বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ~বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ~বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ~রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ~শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ~স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি।