Bangla-Tangla Dictionary
প্যাঁচা – [variant of পেঁচা]; owl [pron: প্যাঁচা]
2nd person intimate present imperative tense of প্যাঁচানো:
প্যাঁচানো
– [verb]
Samsad Bengali-English Dictionary
প্যাঁচা [ pyān̐cā ] n the owl; (sarcas.) an extremely ugly-looking man or boy. প্যাঁচার ডাক howling, hooting, screeching. প্যাঁচা ডাকে an owl; howls or hoots or screeches. প্যাঁচার বাচ্চা an owlet; (sarcas. -both masc. & fem.) an extremely ugly-looking person. প্যাঁচার বাসা an owlery. fem. পেঁচি ।
2nd person intimate present imperative tense of প্যাঁচানো:
প্যাঁচানো [ pyān̐cānō ] v to twist or wring spirally, to screw; to writhe; to make intricate deliberately; to complicate; to entangle; to involve (তাকে এ ব্যাপারে প্যাঁচাচ্ছ কেন); to employ a shrewd or tricky turn in one's speech. ☐ a. twisted or wrung spirally; spiral; intricate, complicated; entangled; tortuous, full of angularity (প্যাঁচানো মন); having shrewd or tricky turns (প্যাঁচানো কথাবার্তা).
Samsad Bangla Abhidhan
পেঁচি1 [ pēn̐ci1 ] দ্র প্যাঁচা।
প্যাঁচা1 [ pyān̐cā1 ] বি. পেচক, বড়ো মাথা ও তীক্ষ্ণ বাঁকানো ঠোঁটবিশিষ্ট নিশাচর মাংসাশী পাখিবিশেষ। [সং. পেচক]। স্ত্রী. পেঁচি।
প্যাঁচা2 [ pyān̐cā2 ] ক্রি. প্যাঁচানো, প্যাঁচ দেওয়া। [ফা. পেচ্ + বাং. আ]।
প্যাঁচানো [ pyān̐cānō ] ক্রি. বি. 1 পাকানো, জড়ানো (লাটাইয়ে সুতো প্যাঁচানো); 2 ঘুরিয়ে ঘুরিয়ে আঁটা; 3 কূট চালের দ্বারা জটিল করে তোলা; 4 কোনো বিষয়ে জড়িত করা (এ ব্যাপারে তাকে প্যাঁচাচ্ছে কেন?)। ☐ বিণ. উক্ত অর্থে। [প্যাঁচা2 দ্র]।
2nd person intimate present imperative tense of প্যাঁচানো:
প্যাঁচানো [ pyān̐cānō ] ক্রি. বি. 1 পাকানো, জড়ানো (লাটাইয়ে সুতো প্যাঁচানো); 2 ঘুরিয়ে ঘুরিয়ে আঁটা; 3 কূট চালের দ্বারা জটিল করে তোলা; 4 কোনো বিষয়ে জড়িত করা (এ ব্যাপারে তাকে প্যাঁচাচ্ছে কেন?)। ☐ বিণ. উক্ত অর্থে। [প্যাঁচা2 দ্র]।