প্যাঁচ definitions

Bangla-Tangla Dictionary
প্যাঁচ – a twist, a predicament
Samsad Bengali-English Dictionary
প্যাঁচ [ pyān̐ca ] n a spiral bend or coil or twist (স্ক্রুর প্যাঁচ, স্ক্রুতে প্যাঁচ দেওয়া); a screw (প্যাঁচ আঁটা); a tricky or shrewd turn (কথার প্যাঁচ); an intrigue or machination, entanglement, predicament (প্যাঁচে ফেলা); a difficult problem, an intricate or perplexing situation, false position, quandary, cleft stick (প্যাঁচে পড়া); complication, intricacy (ব্যাপারটায় বড় প্যাঁচ); mutual entwining (ঘুড়ির প্যাচ); a tangle (সুতোর বাণ্ডিলটায় প্যাঁচ লেগেছে); (in wrestling etc.) a style of holding; a tricky move (কুস্তির প্যাঁচ).
Samsad Bangla Abhidhan
প্যাঁচ [ pyān̐ca ] বি. 1 পাক, মোচ়ড় (তারে প্যাঁচ দেওয়া); 2 স্ক্রু (প্যাঁচ আঁটো); 3 কূট চাল, চক্রান্ত (প্যাঁচে ফেলা, কথার প্যাঁচ); 4 কঠিন সমস্যা, সংকট (প্যাঁচে পড়েছি); 5 আক্রমণ করার বা আঁকড়ে ধরার কৌশল (কুস্তির প্যাঁচ); 6 জড়াজড়ি (ঘুড়ির প্যাঁচ)। [ফা. পেচ্]।

Processing time: 0.4 s