Bangla-Tangla Dictionary
পোষাক – [variant of পোশাক]; clothes
3rd person ordinary present imperative tense of পোষানো:
পোষানো
– to sit well with (passive)
Samsad Bengali-English Dictionary
3rd person ordinary present imperative tense of পোষানো:
পোষানো [ pōṣānō ] v to be sufficient for, to serve one's purpose, to suffice (এ টাকায় পোষাবে না); to agree with, to pull on well with (তার সঙ্গে আমার পোষাবে না); to cause to bring up or rear; to pay for or compensate (লোকসান পোষানো); to be able to bear or tolerate (এ শরীরে এত খাটুনি পোষায় না). পোষানি n. act of making another rear one's domestic animals.
Samsad Bangla Abhidhan
পোষাক, পোষাকি [ pōṣāka, pōṣāki ] যথাক্রমে পোশাক ও পোশাকি -র বর্জি. বানান।
3rd person ordinary present imperative tense of পোষানো:
পোষানো [ pōṣānō ] বি. ক্রি. 1 শক্তি-সামর্থ্যের অনুরূপ হওয়া, কুলানো (এত দাম আমার পোষাবে না); 2 বনিবনা হওয়া (মনিবের সঙ্গে পোষাল না); 3 প্রতিপালন করানো; 4 উপযুক্ত মূল্য বা পারিশ্রমিক দেওয়া অথবা ক্ষতিপূরণ করা (খাটুনি বা লোকসান পুষিয়ে দেওয়া); 5 সহ্য হওয়া (এত পরিশ্রম শরীরে পোষাবে না)। [পোষা1 ও পুষা দ্র]।