পূর্বে definitions

Bangla-Tangla Dictionary
পূর্বে[postposition] before

locative of পূর্ব:
পূর্ব – east

Samsad Bengali-English Dictionary
locative of পূর্ব: পূর্ব [ pūrba ] n the east; precedence in time or place (পূর্বকথিত); front; the past (পূর্বে দ্রাবিড়রা এ দেশে বাস করত). ☐ a. first; senior in age; past, former, preceding; eastern. -পূর্বক in comp. having in advance; having first made or done (প্রণামপূর্বক); with (প্রীতিপূর্বক). ~কথিত a. aforesaid. ~কায় n. the upper part of the body. ~কাল n. the past; ancient times; former times. ~কালিক, ~কালীন a. of the past, past; of ancient times, ancient; former times, former. ~কৃত a. previously or formerly done; done before hand; done in anticipation. ~গামী a. going east or eastwards; going before, preceding; previous; antecedent. fem. ~গামিনী । ~জ a. born before, elder. ☐ n. an elder brother. ~জা a. fem. of পূর্বজ । ☐ n. fem. an elder sister. ~জন্ম n. a previous or former birth. ~জন্মার্জিত a. acquired during a former or previous birth. ~জীবন n. a previous or former birth; the past life; early life (cp. উত্তরজীবন). ~জ্ঞান n. past experiences; knowledge acquired during a former birth; anticipation. ~তন a. former; previous; past. ~দক্ষিণ n. south-east. ☐ a. south-eastern. ~দিক n. the east. ~দৃষ্ট a. previously seen; anticipated; foreseen. ~দৃষ্টি n. foresight. ~দেশ n. an eastern country or region, the east, the orient. ~দেশীয় a. of an eastern country or region; (rare) oriental. ~ধারণা n. preconception, preconceived notion. ~নিরীক্ষিত a. preaudited. ~নিরূপিত a. predestined; foreordained. ~পক্ষ n. a complaint; a plaint; (log.) a question, a problem for debate or discussion, the first part of an argument, a proposition. ~পরিকল্পনা n. preplanning. ~পরিকল্পিত a. preplanned. ~পরিচয় n. previous acquaintance. ~পরিচিত a. acquainted from before, formerly or already known. fem. ~পরিচিতা । ~পরিচিতি n. previous acquaintance. ~পুরুষ n. an ancestor, a forefather; a former generation. ~প্রচলিত a. formerly current or prevalent, current or prevalent in the past, previously in vogue. ~ফল্গুনী n. (astrol.) the eleventh of the twenty-seven stars according to Hindu astronomy. ~বঙ্গ Eastern Bengal, East Bengal. ~বৎ adv. as before. ☐ a. (log.) a priori. ~বর্ণিত a. described or narrated before, aforementioned, aforesaid. ~বর্তিতা n. precedence; antecedence; priority; seniority; fore-existence. ~বর্তী a. preceding; antecedent; prior; senior; fore-existent; previous; former. fem. ~বর্তিনী । ~বাদ n. a complaint. ~বাদী n. a complainant. ~ভাগ n. the forepart; the front; the eastern part. ~ভাদ্রপদ, ~ভাদ্রপদা n. (astrol.) the twenty-fifth of the twenty-seven zodiacal stars according to Hindu astronomy. ~ভাব n. the former or original state or condition. ~ভাষ n. preface, a foreword. ~মত n. the former opinion. ~মীমাংসা n. a philosophical treatise by Jaimini the ancient sage; philosophical doctrine of Jaimini and his followers. ~রঙ্গ n. the prologue (of a drama); a prelude. ~রাগ n. amorous attraction felt even before acquaintance with the lover; (inc.) court ship. ~রাত্র n. the first part or quarter of a night; early night; (loos.) the previous or last night. ~রাত্রি n. last night; the previous night. ~রাশি n. (math.) antecedent. ~লক্ষণ n. a presage; a foreboding. পূর্বলক্ষণ প্রকাশ করা v. to presage; to forebode. ~সংস্কার n. a notion or idea or impression or habit formed during a former birth or in the past. পূর্বাচল, পূর্বাদ্রি n. an imaginary eastern mountain from behind which the sun is believed to rise daily. পূর্বাদেশ n. a previous order. পূর্বাদেশ প্রত্যাহার করা to rescind a previous order. পূর্বাধিকার n. possession or right obtained earlier; priority; the right or claim of the first-born, primogeniture; former right or claim. পূর্বানুবৃত্তি n. continuation (of some account already begun). পূর্বাপর a. (also. adv.) from beginning to end, alpha and omega, thorough. পূর্বাপর বিবেচনা করা to consider the connected line of events, to consider the pros and cons of a proposal, to look before and after. পূর্বাপর বিরোধ n. inconsistency of acts or con texts of different times. পূর্বাপর-বৃত্ত n. (astr.) a prime vertical. পূর্বাপেক্ষা adv. than before. পূর্বাবধি adv. from before; since the beginning. পূর্বাবস্থা n. the former or previous or past state or condition. পূর্বাভাষ n. a presage; (dero.) a foreboding; a preface, a foreword; forecast (আবহাওয়ার পূর্বাভাষ). পূর্বাভাষ দেওয়া v. to presage; (dero.) to forebode. পূর্বাভ্যাস n. a previous or former habit or practice. পূর্বার্ধ n. the first half; the eastern half; (geog.) the eastern hemisphere. পূর্বাশা n. the east. পূর্বাষাঢ়া n. (astrol.) the twentieth of the twenty-seven stars according to Hindu astronomy. পূর্বাহ্ন n. the first part or quarter of the day-time; (loos.) the forenoon. পূর্বাহ্নিক a. of the first part or quarter of the daytime; to be done during the first part or quarter of the day time. পূর্বিতা n. priority, precedence. পূর্বে adv. formerly, previously, before; in the past; in the front; in the east. পূর্বোক্ত a. aforesaid; mentioned before or above. পূর্বোক্তি n. a previous statement; a prefatory remark or utterance. পূর্বোত্তর n. the north-east. পূর্বোদ্ধৃত a. quoted before or above.
Samsad Bangla Abhidhan
locative of পূর্ব: পূর্ব [ pūrba ] বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। ☐ বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্থ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ~ ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ~কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ~কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ~কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্থা এখন অচল)। ~কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ~কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ~গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ~গামিনী। ~ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ~জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ~জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ~জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ~তন বিণ. পূর্বকালীন, বিগত। ~দশা বি. আগেকার অবস্থা। ~দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ~দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ~নির্ধারণ বি. আগে থেকে স্থির করা। ~নির্ধারিত বিণ. আগে থেকে স্থির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ~পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্থাপিত বিষয়। ~পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ~পরিকল্পিত। ~পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ~ফল্গুনী, ~ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ~বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ~বৎ ক্রি-বিণ. আগেকার মতো। ~বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ~বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্থিত। স্ত্রী. ~বর্তিনী। ~বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ~বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ~ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ~মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ~যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ~রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ~রাগ বি. অনুরাগের প্রথম অবস্থা। ~রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ~লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ~সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ~সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্থা বি. আগের অবস্থা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন।

Processing time: 1.27 s