Off by 2 letters:
পুরুষোচিত definitions

Bangla-Tangla Dictionary
পুরুষোচিত – befitting a man [derivation: পুরুষ + উচিত]
Samsad Bengali-English Dictionary
পুরুষ [ puruṣa ] n man; a man; a male creature; a manly man, a he-man (সে খাঁটি পুরুষ); (phil. & theol.) the soul (পুরুষ ও প্রকৃতি); God; a generation (অধস্তন পাঁচ পুরুষ); (gr.) person (উত্তম পুরুষ = the first person; মধ্যম পুরুষ = the second person; প্রথম পুরুষ = the third person). ☐ in comp. male, he (পুরুষ জন্তু). পরমপুরুষ n. a superman; God, the Absolute. পুরুষকার n. manliness, prowess; intelligence; manly effort. পুরুষজাতীয় a. male; masculine. ~ত্ব n. masculinity; man hood; manliness, virility; vigour; masculine sexual power. পুরুষত্ববর্জিত. পুরুষত্ববিহীন, পুরুষত্বরহিত, পুরুষত্বশূন্য, পুরুষত্বহীন a. lacking in masculine sexual power, impotent; unmanly; effeminate; lacking in vigour; faint-hearted. পুরুষত্বহানি n. loss of masculine sexual power, impotency. ~-পরম্পরা n. succession of generations, lineal succession, heredity. ~পরম্পরাক্রমে adv. from generation to generation, hereditarily. ~-পরম্পরাগত a. coming down from generation to generation; inherited; hereditary; traditional. ~পুঙ্গব n. a high specimen of humanity; a great man; a big man. ~প্রধান n. chief amongst men; (when attributed to God) Supreme. ~ব্যাঘ্র n. a tiger of a man. ~মানুষ n. a man; a male; a manly man. ~শার্দুল same as পুরুষব্যাঘ্র । ~শ্রেষ্ঠ same as ~প্রধান । ~সিংহ n. a lion amongst men. ~সুলভ a. common to or befitting a man; masculine. পুরুষাঙ্গ n. the male sex-organ, the penis. পুরুষাধম n. the basest or vilest of men; a dirty fellow; a rascal; an extremely cowardly man. পুরুষানুক্রম same as পুরুষ-পরম্পরা । পুরুষানুক্রমিক same as পুরুষ-পরম্পরাগত । পুরুষার্থ n. religious or spiritual attainment, earning of wealth, realization of desires and attainment of salvation; these four manly pursuits of life; happiness, bliss, salvation, beatitude. পুরুষালি n. masculinity; manliness, virility; (of a woman or a girl) tomboyish ness. ☐ a. masculine; manly, virile; (of a woman or girl) tomboyish. পুরুষোচিত a. proper for a man; becoming or befit ting a man; manly. পুরুষোত্তম n. an excellent man; a superman; the Supreme Being, God, Vishnu (বিষ্ণু).
Samsad Bangla Abhidhan
পুরুষ [ puruṣa ] বি. 1 নব, মানুষ (মহাপুরুষ); 2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ); 3 ঈশ্বর, পরব্রহ্ম; 4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে); 5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ); 6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ); 7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)। [সং. √ পৃ + উষ]। ~কার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম। বি. ~ত্ব পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ~পরম্পরা বি. বংশানুক্রম। ~প্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব। ~পুঙ্গব, ~শার্দূল, ~সিংহ বি. নরশ্রেষ্ঠ। ~মানুষ বি. পুরুষ, নর। পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়। পুরুষাদ্য বি. 1 পরব্রহ্ম; 2 বিষ্ণু; 3 জিনবিশেষ। পুরুষানু-ক্রমিক বিণ. বংশপরম্পরায়। পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি। পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। ☐ বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)। পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাৎ মরদের উপযুক্ত। পুরুষোত্তম বি. শ্রেষ্ঠ পুরুষ; পরব্রহ্ম; বিষ্ণু।
Off by 3 letters:
অপুরুষোচিত definitions

Samsad Bengali-English Dictionary
অপুরুষ, অপুরুষোচিত [ apuruṣa, apuruṣōcita ] a unmanly; cowardly.
Off by 4 letters:
কাপুরুষোচিত definitions

Samsad Bengali-English Dictionary
কাপুরুষ [ kāpuruṣa ] n a coward, a poltroon; a faint-hearted or hen-hearted person. ☐ a. cowardly, poltroon; faint-hearted, hen hearted. ~তা, ~ত্ব n. cowardice; cowardliness; faint-heartedness. কাপুরুষোচিত a. cowardly, befitting a coward or a chicken-hearted person.
Off by 6 letters:
পুরনো definitions

Bangla-Tangla Dictionary
পুরনো – old
পুরিত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of পোরা: পোরা – to put, to fill
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে).
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]।
পুরুত definitions

Bangla-Tangla Dictionary
পুরুত – priest [colloquial]
পুরুন definitions

Bangla-Tangla Dictionary
2nd person respectful present imperative tense of পোরা: পোরা – to put, to fill
Samsad Bengali-English Dictionary
2nd person respectful present imperative tense of পোরা: পুরা3, পোরা [ purā3, pōrā ] v to fill (কলসিতে জল পুরছে); to stuff (ব্যাগে কাপড় পুরছে); to thrust in, to enter (মুখে পোরা); to put into, to confine (জেলে পোরা), to conceal inside; to be filled (with) (ছেলেপুলেতে ঘর পুরেছে); to blow or sound as a wind-instrument ('সবে পোরা সিঙ্গা বেনু'); to be satisfied or realized or attained (আশা পুরেছে); to be completed or accomplished (কাজ পুরেছে).
Samsad Bangla Abhidhan
2nd person respectful present imperative tense of পোরা: পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি. 1 পূর্ণ করা, ভরতি করা; 2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা); 3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)। [< সং. পূর্ণ]।
পুরুষ definitions

Bangla-Tangla Dictionary
পুরুষ – man, male
Samsad Bengali-English Dictionary
পুরুষ [ puruṣa ] n man; a man; a male creature; a manly man, a he-man (সে খাঁটি পুরুষ); (phil. & theol.) the soul (পুরুষ ও প্রকৃতি); God; a generation (অধস্তন পাঁচ পুরুষ); (gr.) person (উত্তম পুরুষ = the first person; মধ্যম পুরুষ = the second person; প্রথম পুরুষ = the third person). ☐ in comp. male, he (পুরুষ জন্তু). পরমপুরুষ n. a superman; God, the Absolute. পুরুষকার n. manliness, prowess; intelligence; manly effort. পুরুষজাতীয় a. male; masculine. ~ত্ব n. masculinity; man hood; manliness, virility; vigour; masculine sexual power. পুরুষত্ববর্জিত. পুরুষত্ববিহীন, পুরুষত্বরহিত, পুরুষত্বশূন্য, পুরুষত্বহীন a. lacking in masculine sexual power, impotent; unmanly; effeminate; lacking in vigour; faint-hearted. পুরুষত্বহানি n. loss of masculine sexual power, impotency. ~-পরম্পরা n. succession of generations, lineal succession, heredity. ~পরম্পরাক্রমে adv. from generation to generation, hereditarily. ~-পরম্পরাগত a. coming down from generation to generation; inherited; hereditary; traditional. ~পুঙ্গব n. a high specimen of humanity; a great man; a big man. ~প্রধান n. chief amongst men; (when attributed to God) Supreme. ~ব্যাঘ্র n. a tiger of a man. ~মানুষ n. a man; a male; a manly man. ~শার্দুল same as পুরুষব্যাঘ্র । ~শ্রেষ্ঠ same as ~প্রধান । ~সিংহ n. a lion amongst men. ~সুলভ a. common to or befitting a man; masculine. পুরুষাঙ্গ n. the male sex-organ, the penis. পুরুষাধম n. the basest or vilest of men; a dirty fellow; a rascal; an extremely cowardly man. পুরুষানুক্রম same as পুরুষ-পরম্পরা । পুরুষানুক্রমিক same as পুরুষ-পরম্পরাগত । পুরুষার্থ n. religious or spiritual attainment, earning of wealth, realization of desires and attainment of salvation; these four manly pursuits of life; happiness, bliss, salvation, beatitude. পুরুষালি n. masculinity; manliness, virility; (of a woman or a girl) tomboyish ness. ☐ a. masculine; manly, virile; (of a woman or girl) tomboyish. পুরুষোচিত a. proper for a man; becoming or befit ting a man; manly. পুরুষোত্তম n. an excellent man; a superman; the Supreme Being, God, Vishnu (বিষ্ণু).
Samsad Bangla Abhidhan
পুরুষ [ puruṣa ] বি. 1 নব, মানুষ (মহাপুরুষ); 2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ); 3 ঈশ্বর, পরব্রহ্ম; 4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে); 5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ); 6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ); 7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)। [সং. √ পৃ + উষ]। ~কার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম। বি. ~ত্ব পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ~পরম্পরা বি. বংশানুক্রম। ~প্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব। ~পুঙ্গব, ~শার্দূল, ~সিংহ বি. নরশ্রেষ্ঠ। ~মানুষ বি. পুরুষ, নর। পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়। পুরুষাদ্য বি. 1 পরব্রহ্ম; 2 বিষ্ণু; 3 জিনবিশেষ। পুরুষানু-ক্রমিক বিণ. বংশপরম্পরায়। পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি। পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। ☐ বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)। পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাৎ মরদের উপযুক্ত। পুরুষোত্তম বি. শ্রেষ্ঠ পুরুষ; পরব্রহ্ম; বিষ্ণু।
পুরোহিত definitions

Bangla-Tangla Dictionary
পুরোহিত – priest [shadhu]
Samsad Bengali-English Dictionary
পুরোহিত [ purōhita ] n a priest.
Samsad Bangla Abhidhan
পুরো-হিত [ purō-hita ] বি. গৃহস্থের মঙ্গলের জন্য যিনি দেবার্চনাদি করেন, ঋত্বিক, পূজারি। [সং. পুরস্ + √ ধা + ত]।
পুষিত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of পোষা: পোষা [verb] to domesticate, [noun] [adjective] pet
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of পোষা: পুষা, পোষা [ puṣā, pōṣā ] v to bring up; to cherish (মনে আশা পুষছে); to nourish; to feed; to maintain, to support (পরিজনদের পোষা); to rear; to keep, to breed, to fancy (বাঁদর পোষা, পাখি পোষা). shadhu 3rd person ordinary past habitual tense of পোষা: পোষা [ pōṣā ] v pop. var. of পুষা । ☐ a. tame, domesticated; pet; obediently following. পোষা কুকুর an obedient dog; a servilely obedient follower.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of পোষা: পুষা, পোষা [ puṣā, pōṣā ] ক্রি. বি. 1 লালন করা (বিড়াল পুষেছে); 2 পালন করা (সে অনেক লোককে পোষে); 3 বশে রেখে পালন করা (বাঁদর পোষা); 4 সযত্নে রক্ষা করা (আশা পুষে রাখা)। [সং. √ পুষ্ + বাং. আ]। shadhu 3rd person ordinary past habitual tense of পোষা: পোষা1 [ pōṣā1 ] ক্রি. পোষানো। [< সং. √ পুষ্]। shadhu 3rd person ordinary past habitual tense of পোষা: পোষা2 [ pōṣā2 ] বি. ক্রি. পুষা -র চলিত রূপ (ছাগল পোষা)। বিণ. পালন করা হয়েছে বা পোষ মেনেছে এমন (পোষা বাঁদর)। [পুষা দ্র]। পোষা কুকুর (বিদ্রুপে) একান্ত অনুগত ব্যক্তি। shadhu 3rd person ordinary past habitual tense of পোষা: পোষানো [ pōṣānō ] বি. ক্রি. 1 শক্তি-সামর্থ্যের অনুরূপ হওয়া, কুলানো (এত দাম আমার পোষাবে না); 2 বনিবনা হওয়া (মনিবের সঙ্গে পোষাল না); 3 প্রতিপালন করানো; 4 উপযুক্ত মূল্য বা পারিশ্রমিক দেওয়া অথবা ক্ষতিপূরণ করা (খাটুনি বা লোকসান পুষিয়ে দেওয়া); 5 সহ্য হওয়া (এত পরিশ্রম শরীরে পোষাবে না)। [পোষা1পুষা দ্র]।
রুষিত definitions

Samsad Bengali-English Dictionary
রুষিত, রুষ্ট [ ruṣita, ruṣṭa ] a angered, enraged; angry. fem. রুষিতা, রুষ্টা । রুষ্ট করা v. to anger, to enrage. রুষ্ট হওয়া v. to get angry, to be enraged, to fly up in a passion.
Samsad Bangla Abhidhan
রুষিত, রুষ্ট [ ruṣita, ruṣṭa ] বিণ. ক্রুদ্ধ, কুপিত, রাগান্বিত। [সং. √ রুষ্ + ত। স্ত্রী. রুষিতা, রুষ্টা
Off by 7 letters:
অপুরুষ definitions

Samsad Bengali-English Dictionary
অপুরুষ, অপুরুষোচিত [ apuruṣa, apuruṣōcita ] a unmanly; cowardly.
কুরুচি definitions

Samsad Bengali-English Dictionary
কুরুচি [ kuruci ] n bad or perverted taste. ~পূর্ণ a. in bad taste; gross, indecent, vulgar. ~সম্পন্ন a. having bad or perverted taste.
Samsad Bangla Abhidhan
কুরুচি [ kuruci ] বি. অভদ্র, কুৎসিত বা অশ্লীল কথায় বা বিষয়ে প্রবৃত্তি বা অনুরাগ। [সং. কু + রুচি]।
কুরুনি definitions

Samsad Bangla Abhidhan
কুরনি, কুরুনি [ kurani, kuruni ] দ্র কুরা কুরুনি [ kuruni ] দ্র কুরা
গুরুজন definitions

Samsad Bengali-English Dictionary
গুরু [ guru ] n a spiritual teacher or guide, a preceptor, a master, a guru; a priest; a teacher; an adviser; a venerable per son; Brihaspati (বৃহস্পতি) the priest of gods; (astrol.) the Jupiter. ☐ a. heavy, weighty (গুরুভার); very responsible or difficult or important or serious (গুরুরাজকার্য, গুরুদায়িত্ব, গুরুকর্তব্য); excessive (গুরুভোজন); venerable (গুরুজন); great, glorious ('গুরু-কাছে লব গুরু দুখ'); (gr.—of vowels or vowel-sounds) long. ~কল্প a. like a spiritual guide, like a preceptor or teacher; (of a person) conceived as a spiritual guide. ~কৃপা n. kindness or benevolence or gracious behaviour such as one receives from one's teacher, spiritual guide or guru. ~কুল n. the abode or the family of one's guru or teacher. ~গম্ভীর a. serious and grave. ~গিরি n. the profession of a guru or teacher or priest, priesthood or teachership. ~গৃহ n. the abode of one's teacher or guru. ~চণ্ডালী n. an instance of using undersirably Sanskrit and non-Sanskrit words or elegant and in elegant words side by side. ~জন n. a venerable person; an elder. ~ঠাকুর n. a spiritual teacher or guide, a preceptor, a guru. ~তর a. heavier, weightier; more responsible or difficult or important or serious; very serious (গুরুতর অপরাধ). ~তা, ~ত্ব n. weight, heaviness; gravity (আপেক্ষিক গুরুত্ব = specific gravity); importance; seriousness. গুরুত্বহীন a. divested of or wanting in weight or seriousness, unimportant; negligible. ~দক্ষিণা n. a fee paid or payable to a guru or a teacher when teaching is completed or on completion of education. ~দণ্ড n. heavy punishment. লঘুপাপে গুরুদণ্ড heavy punishment for a light of fence. ~দশা n. the period of mourning on the death of one's father or mother; (astrol.) the period of domination by the planet Jupiter. ~দেব same as ~ঠাকুর । ~দ্বার n. a temple of the Sikhs, Gurudwara. ~নিন্দা n. upbraiding of one's guru or teacher. ~পত্নী n. the wife of one's guru or teacher. ~পত্নী গমন n. sexual intercourse with the wife of one's guru or teacher. ~পত্নী-হরণ n. act of abducting the wife of one's guru or teacher for immoral purpose. ~পাক a. hard to digest. ~পাপ a deadly sin, felony. ~পূর্ণিমা n. the full-moon of the month of Ashara, the third month of the Bengali calendar. ~বরণ n. the ceremony of appointing one as one's guru or of receiving a guru usually accompanied with offer of presents. ~বল n. occult power conferred upon by one's benignant guru; grace of the guru. ~বাক্য n. words or advices of a guru. ~বার n. Thursday. ~বৃত্ত n. a great circle. ~ভক্ত a. devoted to one's guru or teacher. ~ভক্তি n. devotion to one's guru or teacher. ~ভাই n. a codisciple, a brother disciple. ~ভার a. very heavy; unbearably heavy. ☐ n. heavy burden. ~মণ্ডল n. (geog.) barysphere. ~মহাশয়, , (coll.) ~মশাই n. a teacher; a primary teacher. ~মস্তিষ্ক n. (anat.) cerebrum. ~মা n. the wife of a teacher or guru; a preceptress; a woman teacher, a lady teacher. ~মারা-বিদ্যা n. art or learning in which the student excels the teacher in course of time; (ridi.) art or learning which the student uses against the teacher to discomfit him. ~মুখি n. the script or (loos.) the language used by the Sikhs. ~লঘুজ্ঞান n. due sense of respect for superiors; sense of proportion; capacity for making distinction between the high and the low. ~শিষ্য সংবাদ n. a report of the conversation or discussion between a guru and his disciple or between a teacher and his student. ~সেবা n. attendance on a guru or a teacher. ~স্ফীতি n. (astro.) springtide. ~স্থানীয় a. as venerable as a guru or a teacher. ~হত্যা n. murder of one's guru or teacher by oneself; parricide. ~হন্তা n. one who murders one's guru or teacher, a parricide. fem. ~হন্ত্রী । যেমন গুরু তেমনি চেলা like master like man.
Samsad Bangla Abhidhan
গুরু [ guru ] বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)। ☐ বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত। [সং. √গৃ + উ]। ~কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্থাপিত শিক্ষাকেন্দ্র। ~গম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)। ~গিরি বি. গুরুর বৃত্তি বা পেশা। ~গৃহ বি. গুরুর বাড়ি। ~চণ্ডালী বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। ~জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ~ঠাকুর বি. পারিবারিক ও বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ~তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)। ~তা, ~ত্ব বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্থিতির গুরুত্ব)। ~দক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়। ~দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্থা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা। ~পাক বিণ. সহজে হজম হয় না এমন। ~বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা। ~বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ। ~বার বি. বৃহস্পতিবার। ~ভাই বি. একই গুরুর শিষ্য। ~মহাশয়, ~মশাই বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে। ~মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়। গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাৎ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)। ~মুখী, গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ। ~য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উৎকৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)। ~লঘু-জ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)। ~লাঘব বি. আপেক্ষিক গুরুত্ব ও লঘুত্ব। ~সেবা বি. গুরুর পরিচর্যা। ~স্থানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ।
জনিত definitions

Bangla-Tangla Dictionary
জনিত – arising from, due to, caused by [suffix]
Samsad Bengali-English Dictionary
জনিত [ janita ] a born of, begotten by; originating from, resulting from, caused or produced by. জনিতা1 [ janitā1 ] fem of জনিত ।
Samsad Bangla Abhidhan
জনিত [ janita ] বিণ. জাত, উৎপাদিত, উদ্ভুত (দুর্বলতাজনিত ভয়, তজ্জনিত)। [সং. √ জন্ + ণিচ্ + ত]। স্ত্রী. জনিতা1
পচিত definitions

Bangla-Tangla Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of পচা: পচা – to rot, rotten
Samsad Bengali-English Dictionary
shadhu 3rd person ordinary past habitual tense of পচা: পচা [ pacā ] v to rot, to putrefy, to decompose; (med.) to become septic; (fig.) to be come too old or hackneyed. ☐ a. rotten, putrefied, decomposed; (med.) that which has become septic; (fig.) too old or hackneyed (পচা খবর). পচা ভাদ্র (ভাদ্দর) the humid and sweltering month of Bhadra.
Samsad Bangla Abhidhan
shadhu 3rd person ordinary past habitual tense of পচা: পচা [ pacā ] ক্রি. বিকৃত হওয়া, খারাপ বা নষ্ট হওয়া, গলে যাওয়া (ফল পচে, ডিম পচেছে)। ☐ বি. পচন। ☐ বিণ. 1 পচে গেছে এমন, বিকৃত (পচা ডিম); 2 গুমট, ভ্যাপসা (পচা গরম); 3 যখন সবকিছু পচে ওঠে এমন (পচা ভাদ্র); 4 দূষিত (পচা ঘা)। [সং. √ পচ্ + বাং. আ]। ~নো ক্রি. বি. বিকৃত, নষ্ট, গলিত বা দূষিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। পচানি বি. 1 পচা জিনিসের রস; 2 পচন।
পরনি definitions

Bangla-Tangla Dictionary
2nd person ordinary negative present perfect tense of পরা: পরা – to wear
Samsad Bengali-English Dictionary
2nd person ordinary negative present perfect tense of পরা: পরা4 [ parā4 ] v to put on, to wear (জামা পরা); to put, to paint (টিপ পরা, কাজল পরা); to tie ঘড়ি পরা . ☐ a. wearing, dressed in; bearing, painted with; having tied or fastened (to).
Samsad Bangla Abhidhan
2nd person ordinary negative present perfect tense of পরা: পরা4 [ parā4 ] ক্রি. পরিধান করা অঙ্গে ধারণ করা (জামা পরা, কপালে টিপ পরা) বি ☐ বি. পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। ☐ বিণ. পরিহিত (জুতোপরা পা) ~নো ক্রি. বি. পরিধান করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
পরাজিত definitions

Bangla-Tangla Dictionary
পরাজিত – beaten, defeated
Samsad Bengali-English Dictionary
পরাজিত [ parājita ] a defeated, vanquished. fem. পরাজিতা । পরাজিত করা v. to defeat, to vanquish, to conquer.
Samsad Bangla Abhidhan
পরা-জয় [ parā-jaẏa ] বি. হার, পরাভব। [সং. পরা2 + √জি + অ]। পরা-জিত বিণ. পরাভূত, হেরে গেছে এমন। স্ত্রী পরা-জিতপরা-জেয় বিণ. যাকে হারানো যায়।
পরিচিত definitions

Bangla-Tangla Dictionary
পরিচিত – familiar, known
Samsad Bengali-English Dictionary
পরিচিত [ paricita ] n acquainted; familiar; known; practised (পরিচিত কর্ম). পরিচিতি same as পরিচয় । পরিচিত ব্যক্তি an acquaintance.
Samsad Bangla Abhidhan
পরি-চিত [ pari-cita ] বিণ. 1 পরিচয় জানা আছে এমন (লোকটি কারও পরিচিত নয়); 2 চেনা বা জানা, জ্ঞাত (পরিচিত বিষয়); 3 অভ্যস্ত (এই পরিবেশের সঙ্গে আমি পরিচিত)। [সং. পরি + √ চি + ত]। স্ত্রী. পরি-চিতাপরি-চিতি বি. পরিচয়।

Processing time: 0.74 s