পুরুষ definitions

Bangla-Tangla Dictionary
পুরুষ – man, male
Samsad Bengali-English Dictionary
পুরুষ [ puruṣa ] n man; a man; a male creature; a manly man, a he-man (সে খাঁটি পুরুষ); (phil. & theol.) the soul (পুরুষ ও প্রকৃতি); God; a generation (অধস্তন পাঁচ পুরুষ); (gr.) person (উত্তম পুরুষ = the first person; মধ্যম পুরুষ = the second person; প্রথম পুরুষ = the third person). ☐ in comp. male, he (পুরুষ জন্তু). পরমপুরুষ n. a superman; God, the Absolute. পুরুষকার n. manliness, prowess; intelligence; manly effort. পুরুষজাতীয় a. male; masculine. ~ত্ব n. masculinity; man hood; manliness, virility; vigour; masculine sexual power. পুরুষত্ববর্জিত. পুরুষত্ববিহীন, পুরুষত্বরহিত, পুরুষত্বশূন্য, পুরুষত্বহীন a. lacking in masculine sexual power, impotent; unmanly; effeminate; lacking in vigour; faint-hearted. পুরুষত্বহানি n. loss of masculine sexual power, impotency. ~-পরম্পরা n. succession of generations, lineal succession, heredity. ~পরম্পরাক্রমে adv. from generation to generation, hereditarily. ~-পরম্পরাগত a. coming down from generation to generation; inherited; hereditary; traditional. ~পুঙ্গব n. a high specimen of humanity; a great man; a big man. ~প্রধান n. chief amongst men; (when attributed to God) Supreme. ~ব্যাঘ্র n. a tiger of a man. ~মানুষ n. a man; a male; a manly man. ~শার্দুল same as পুরুষব্যাঘ্র । ~শ্রেষ্ঠ same as ~প্রধান । ~সিংহ n. a lion amongst men. ~সুলভ a. common to or befitting a man; masculine. পুরুষাঙ্গ n. the male sex-organ, the penis. পুরুষাধম n. the basest or vilest of men; a dirty fellow; a rascal; an extremely cowardly man. পুরুষানুক্রম same as পুরুষ-পরম্পরা । পুরুষানুক্রমিক same as পুরুষ-পরম্পরাগত । পুরুষার্থ n. religious or spiritual attainment, earning of wealth, realization of desires and attainment of salvation; these four manly pursuits of life; happiness, bliss, salvation, beatitude. পুরুষালি n. masculinity; manliness, virility; (of a woman or a girl) tomboyish ness. ☐ a. masculine; manly, virile; (of a woman or girl) tomboyish. পুরুষোচিত a. proper for a man; becoming or befit ting a man; manly. পুরুষোত্তম n. an excellent man; a superman; the Supreme Being, God, Vishnu (বিষ্ণু).
Samsad Bangla Abhidhan
পুরুষ [ puruṣa ] বি. 1 নব, মানুষ (মহাপুরুষ); 2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ); 3 ঈশ্বর, পরব্রহ্ম; 4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে); 5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ); 6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ); 7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)। [সং. √ পৃ + উষ]। ~কার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম। বি. ~ত্ব পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ~পরম্পরা বি. বংশানুক্রম। ~প্রকৃতি বি. 1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি; 2 ঈশ্বর ও মায়া; 3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন; 4 পুরুষের স্বভাব। ~পুঙ্গব, ~শার্দূল, ~সিংহ বি. নরশ্রেষ্ঠ। ~মানুষ বি. পুরুষ, নর। পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়। পুরুষাদ্য বি. 1 পরব্রহ্ম; 2 বিষ্ণু; 3 জিনবিশেষ। পুরুষানু-ক্রমিক বিণ. বংশপরম্পরায়। পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি। পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)। ☐ বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)। পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাৎ মরদের উপযুক্ত। পুরুষোত্তম বি. শ্রেষ্ঠ পুরুষ; পরব্রহ্ম; বিষ্ণু।

Processing time: 0.43 s