পুত্র definitions

Bangla-Tangla Dictionary
পুত্র – son
Samsad Bengali-English Dictionary
পুত্র [ putra ] n a son; (in affectionate address) one who may be regarded as a son. ~কলত্র n. son and wife. ~কাম a. desirous of having a son. fem. ~কামা । ~পৌত্র n. son and grandson. ~পৌত্রাদি n. future generations, posterity. ~পৌত্রাদিক্রমে adv. from one generation to another, in successive generations. ~বতী fem. of পুত্রবান । ~বৎ a. & adv. like a son. ~বৎসল a. fond of or affectionate to wards sons. ~বধূ n. son's wife, daughter-in-law. ~বান a. having a son or sons. ~বাৎসল্য n. love or affection for sons. ~রত্ন n. jewel of a son, a worthy or remarkable son. ~শোক n. grief caused by the death of a son; the feeling of bereavement at the loss of a son. ~সন্তান n. male child. ~হীন a. sonless. ~পুত্রার্থী a. desirous of having or wishing to have a son. ~পুত্রার্থে adv. with a view to getting a son. ~পুত্রার্থে ক্রিয়তে ভার্যা marriage only with a view to getting a son. পুত্রিকা n. a daughter; a foster-daughter; a doll, a puppet. পুত্রী n. a daughter; (in affectionate address) one who may be regarded as a daughter. পুত্রীয় a. of or for a son. পুত্রেষ্টি, পুত্রেষ্টিকা n. an oblation performed for the purpose of getting a son.
Samsad Bangla Abhidhan
পুত্র [ putra ] বি. 1 পুরুষসন্তান, ছেলে, তনয়; 2 পুত্রস্থানীয় ব্যক্তি। [সং. পুৎ + √ ত্রৈ + অ]। ~ বি. 1 অতি অল্পবয়স্ক বালক; 2 পুত্র (অপুত্রক); 3 স্নেহের পাত্র। ~কা, পুত্রিকা বি. (স্ত্রী.) 1 কন্যাসন্তান, কন্যা, মেয়ে; 2 দত্তা কন্যা; 3 পুতুল। ~কাম বিণ. পুত্র লাভ করতে চায় এমন। স্ত্রী. ~কামা। ~বধূ বি. (স্ত্রী.) পুত্র বা পুত্রস্থানীয়ের স্ত্রী। পুত্রী বি. (স্ত্রী.) (কাব্যে) কন্যাসন্তান, মেয়ে ('যাও পুত্রী, ডাকো পুরোহিতে': রবীন্দ্র). পুত্রীয় বিণ. পুত্রসম্বন্ধীয়; পুত্রের নিমিত্ত। পুত্রেষ্টি বি. পুত্রকামনায় অনুষ্ঠিত যজ্ঞবিশেষ। মাতুল [ mātula ] বি. মামা। [সং. মাতৃ + উল]। মাতুলানী, মাতুলী বি. (স্ত্রী.) মাতুলের পত্নী, মামি। ~কন্যা ~পুত্রী বি. মামাতো বোন। &tilde পুত্র বি. মামাতো ভাই। মাতুলালয় বি. মামার বাড়ি।

Processing time: 0.4 s