পিছু definitions

Bangla-Tangla Dictionary
পিছু – behind (+ নেওয়া, + যাওয়া = to tail) (+ ফেরা = to turn one's back)
Samsad Bangla Abhidhan
পাছু, পিছু [ pāchu, pichu ] বি. পিছন (আগুপাছু)। ☐ ক্রি-বিণ. 1 পিছন দিকে (পাছু হাঁটা); 2 পিছন থেকে (পাছু ডাকা, পিছু ডাকা); 3 (আঞ্চ.) পরে (এখন নয়, পাছু শুনব)। [প্রাকৃ. পচ্ছ < সং. পশ্চাৎ]। পাছু ধরা, পাছু নেওয়া, পাছু লাগা ক্রি. বি. পিছনে পিছনে যাওয়া, অনুসরণ করা; বিরক্ত করা।

Processing time: 1.35 s