পাড়া definitions

Bangla-Tangla Dictionary
পাড়া
1. neighborhood
2. to pluck, to bring down, to lower

2nd person intimate present imperative tense of পাড়ানো:
পাড়ানো – to cause to pluck, to cause to bring down

Samsad Bengali-English Dictionary
পাড়া1 [ pāṛā1 ] v to bring down (নারকেল পা়ড়া, তাক থেকে পাড়া); to pluck (ফুল পাড়া); to knock down (ভীম কীচককে পেড়ে ফেললেন); to cause to take to one's bed, to prostrate (জ্বরে তাকে পেড়ে ফেলেছে); to lay out (বিছানা পাড়া = to make a bed); to lay as eggs (ডিম পাড়া = to lay an egg); to pronounce loudly (গাল পাড়া = to shout abuses at); to invoke as in solemn appeal (দোহাই পাড়া = to invoke as in solemn appeal, to call down or upon); to remove, to clear (এঁটো পাড়া = to clear the table). পাড়া2 [ pāṛā2 ] n a small area of human habitation containing a cluster of houses, a locality (গোয়ালপাড়া). পাড়া বেড়ানো . v. to stroll about idly in the neighbourhood, to go round the locality. 2nd person intimate present imperative tense of পাড়ানো: পাড়ানো [ pāṛānō ] v to cause to bring down (ফল পাড়ানো) or pluck (ফুল পাড়ানো); to induce to (ঘুম পাড়ানো = to lull to sleep). পাড়ানি, পাড়ানিয়া a. inducing to, inducive to (ঘুমপাড়ানি গান). ☐ n. one who brings down fruit esp. from tall trees.
Samsad Bangla Abhidhan
পাড়া1 [ pāṛā1 ] ক্রি. বি. 1 পাতিত করা (ফল পাড়া, গাছ থেকে পেড়েছি); 2 নামানো (তাক থেকে বই পাড়া); 3 কাবু করা (জ্বরে তাকে পেড়ে ফেলেছে); 4 উত্থাপন করা (তার কাছে কথাটা আজই পাড়ব); 5 আঘাত করে ভূতলশায়ী করা (এক ঘায়ে তাকে পেড়ে ফেলেছে); 6 প্রসব করা (ডিম পাড়া); 7 উচ্চস্বরে উচ্চারণ করা (গালি পাড়া, ধর্মের দোহাই পাড়া); 8 পাতা, বিছানো (পাত পাড়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ পাতি + বাং. আ]। ~নো ক্রি. বি. অপরের দ্বারা পাতিত করানো বা নামানো; নিদ্রায় প্রবৃত্ত করানো (ঘুম পাড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। পাড়ানি, পাড়ানিয়া বিণ. (যে বা যা) পাড়ায় বা ঘনিয়ে আনে (ঘুমপাড়ানি গান)। পাড়া2 [ pāṛā2 ] বি. পল্লি, মহল্লা (গয়লাপাড়া, এ পাড়ায় অশান্তি নেই)। [প্রাকৃ. পাডঅ]। ~কুঁদুলি বি. বিণ. (স্ত্রী.) প্রতিবেশীদের সঙ্গে সারাক্ষণ ঝগড়া করে বেড়ায় এমন স্ত্রীলোক। ~গাঁ বি. পল্লিগ্রাম, গ্রামাঞ্চল (পাড়াগাঁয়ে বাস করে)। ~গেঁয়ে বিণ. গ্রামে জাত; পল্লিগ্রাম-সংক্রান্ত; গ্রাম্য। ~পড়শি বি. এক পাড়ার লোক, প্রতিবেশী। পাড়া বেড়ানো ক্রি. বি. পাড়ার মধ্যে সর্বত্র ঘুরে বেড়ানো। পাড়া মাথায় করা ক্রি. বি. (আল.) চিৎকার করে পাড়ার সব লোককে ব্যতিব্যস্ত করা। পেড়ে2 [ pēṛē2 ] অস-ক্রি. 1 পাড়া-ক্রিয়ার অসমাপিকা রূপবিশেষ (গাছ থেকে পেড়ে আনো); 2 নীচে ফেলে (পেড়ে ফেলা)। [পাড়া দ্র]। 2nd person intimate present imperative tense of পাড়ানো: পাড়া1 [ pāṛā1 ] ক্রি. বি. 1 পাতিত করা (ফল পাড়া, গাছ থেকে পেড়েছি); 2 নামানো (তাক থেকে বই পাড়া); 3 কাবু করা (জ্বরে তাকে পেড়ে ফেলেছে); 4 উত্থাপন করা (তার কাছে কথাটা আজই পাড়ব); 5 আঘাত করে ভূতলশায়ী করা (এক ঘায়ে তাকে পেড়ে ফেলেছে); 6 প্রসব করা (ডিম পাড়া); 7 উচ্চস্বরে উচ্চারণ করা (গালি পাড়া, ধর্মের দোহাই পাড়া); 8 পাতা, বিছানো (পাত পাড়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ পাতি + বাং. আ]। ~নো ক্রি. বি. অপরের দ্বারা পাতিত করানো বা নামানো; নিদ্রায় প্রবৃত্ত করানো (ঘুম পাড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। পাড়ানি, পাড়ানিয়া বিণ. (যে বা যা) পাড়ায় বা ঘনিয়ে আনে (ঘুমপাড়ানি গান)।

Processing time: 0.39 s